1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
পুরো আইফোনের জেরক্স কপি, বিশেষ ফিচারসে বাজারে তাক লাগাতে আসছে ZTE Axon 50 Lite স্মার্টফোন - Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:59 am

পুরো আইফোনের জেরক্স কপি, বিশেষ ফিচারসে বাজারে তাক লাগাতে আসছে ZTE Axon 50 Lite স্মার্টফোন – Newshost24 Safar

পুরো আইফোনের জেরক্স কপি, বিশেষ ফিচারসে বাজারে তাক লাগাতে আসছে ZTE Axon 50 Lite স্মার্টফোন – Newshost24 Safar

পুরো আইফোনের জেরক্স কপি, বিশেষ ফিচারসে বাজারে তাক লাগাতে আসছে ZTE Axon 50 Lite স্মার্টফোন - Sangbad Safar
পুরো আইফোনের জেরক্স কপি, বিশেষ ফিচারসে বাজারে তাক লাগাতে আসছে

সময়ের সাথে সাথে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি বিভিন্ন দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসছে গ্রাহকদের জন্য। বিশেষ করে গ্রাহকদের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখে তারা স্মার্টফোনগুলি তৈরি করে। অন্যদিকে বর্তমানে স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় স্টোরেজ এবং ব্যাটারী ক্যাপাসিটিকে। সেরকম ফিচারযুক্ত একটি ফোনের কথা ঘোষণা করেছে জনপ্রিয় সংস্থা ‘ZTE’। যেই ফোনটির নাম হলো ‘ZTE Axon 50 Lite’।

আসুন তাহলে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক-

এই ফোনে পাবেন ফুল এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে। (রেজোল্যুশন ২৪০৮×১০৮০ পিক্সেল) এতে ১.৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর চিপ দেওয়া হয়েছে। যদিও ফোনটির প্রসেসর সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।

র‍্যাম ও স্টোরেজ দেখতে গেলে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। যদি আমরা ক্যামেরা দেখি তাহলে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা।

এছাড়া সেখানে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh এর ব্যাটারী দেওয়া হয়েছে। যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে এতে ব্লুটুথ কানেকশন, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াইফাই কানেকশন, হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটি মূলত তিনটি রঙে উপলব্ধ হবে। যেগুলি হলো কালো, সবুজ এবং বেগুনী।

দাম: ২৫০ ডলার।


#পর #আইফনর #জরকস #কপ #বশষ #ফচরস #বজর #তক #লগত #আসছ #ZTE #Axon #Lite #সমরটফন #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews