এতদিন হার্লে ডেভিডসন, হিরো মোটকর্প, রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে মেতে ছিল সবাই। তবে এবার নিজেদের জনপ্রিয়তা বজায় রাখতে এক নতুন চমক দিতে হাজির KTM। বাইক প্রেমীদের মন জয় করতে কোমর বেঁধে নামতে চলেছে এই সংস্থা। কেবল একটা না পুজোর আগে দুটি বাইক লঞ্চ করেছে সংস্থাটি। পুজোর আগেই গ্রাহকদের মন মাতাতে KTM হাজির তাদের নতুন দুই ধামাকা নিয়ে।
ভারতীয় বাজারে নতুন 2023 KTM DUKE 125 ও KTM DUKE 200 লঞ্চ করেছে সংস্থাটি এর মধ্যে জানা গেছে আপডেট হওয়া DUKE 200 এর এক্স শোরুম মূল্য হবে ১.৯৬ লাখ টাকা। উল্লেখ্য নতুন বাইকে উপস্থিত থাকছে এলইডি ল্যাম্প যা Duke 390 মডেল থেকে নেওয়া। মোটরসাইকেলটিতে একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে। গ্রাহকরা দুটি রঙের বিকল্পে নিতে পারবেন এই বাইকটি।
আশা করা হচ্ছে নতুন ডিউক প্রতিযোগিতায় ফেলতে চলেছে বাজাজ টিভিএস এর মতো সংস্থাগুলিকে। KTM DUKE 200 আগের মতই একই ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন পাবে। যা থেকে আউটপুট এর পরিমাণ দাঁড়াবে ২৪.৬৮ বিএইচপি শক্তি, ১৯.৩ এমএম টর্ক। এর ইঞ্জিনটি যুক্ত রয়েছে একটি ছয় স্পিড গিয়ার বক্সের সাথে। এছাড়াও জানা গেছে এটি E20 ফুয়েল সাপোর্ট করবে।
আসলে E20 জ্বালানির দাম পেট্রোলের চেয়ে কম কারণে ৮০ শতাংশ পেট্রোল এবং ২০ শতাংশ ইথানল রয়েছে। অর্থাৎ গ্রাহকদের জন্য যে এটি ভালো অপশন হতে চলেছে তা বলাই বাহুল্য। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললেন এতে ইউএসডি ফর্ক, মনোশক সাসপেনশন, ডিক্স ব্রেক, একক চ্যানেল এবিএস এর সাথে ডুয়েল চ্যানেল এবিএস মিলবে।
Leave a Reply