September 21, 2023, 7:59 am
সম্প্রতি ‘Aprilia’ তাদের নতুন স্পোর্টসবাইকের উপর থেকে পর্দা সরিয়েছে, যেটির নাম ‘RS457’। ইতিমধ্যেই ভারতীয় রাস্তায় একাধিকবার পরীক্ষাধীন অবস্থায় দেখা গিয়েছে এই বাইকটিকে। ‘RS457’ মডেলটি মূলত ‘RS660’ বাইকের অনুকরণে তৈরি হয়েছে। যার সামনে রয়েছে স্প্লিট এলইডি হেডলাইট এবং তার নীচে ছোট ছোট পাখা আকৃতির ডাক্ট দেওয়া হয়েছে।
যা হয়তো আরও ভালো বায়ু চলাচলের জন্য দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে স্প্লিট সিটের আকার দেওয়া হয়েছে। যদি আমরা ইঞ্জিন দেখি তাহলে এতে পাবেন ৪৫৭ সিসির ট্যুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। যা ৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। আর বাইকটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে ৬ স্পীড গিয়ারবক্স।
এছাড়াও চালকের সুবিধার জন্য ডুয়াল চ্যানেল এবিএস যুক্ত উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক, তিন স্টেজের ট্রাকশন কন্ট্রোল এবং তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। অন্যদিকে আরও ফিচার হিসেবে রয়েছে এলইডি লাইটিং, টিএফটি স্ক্রীন সাথে ব্লু-টুথ কানেকশন ইত্যাদি। এছাড়া এতে ফ্রন্ট ইউএসডি ফর্ক এবং মনোশক অ্যাবজর্বার দেওয়া হয়েছে।
দাম সম্পর্কে এখনো কিছু না জানা গেলেও আনুমানিক দাম হতে পারে ৪.২৫ লক্ষ টাকা। যদিও এখনো সেটি ভারতে লঞ্চ হয়নি তবে যদি এই বাইক যদি ভারতীয় বাজারে লঞ্চ হয় তাহলে সেটি সরাসরি প্রতিযোগিতায় ফেলবে একাধিক বিদ্যমান বাইককে। যে তালিকায় রয়েছে ‘TVS Apache RR 310’, ‘Yamaha YZF R3’, ‘KTM RC 390’, ‘Kawasaki Ninja 300’ ইত্যাদি।
#পর #আগন #৪৫৭ #সসর #জদরল #বইক #এন #চমক #দল #Aprilia #ফচরস #টকক #দব #KTM #390ক #Newshost24 #Safar
Leave a Reply