বাজারে নিত্যদিন আসছে নতুন স্মার্টফোন। দুর্দান্ত ফিচার্স, কম দামে চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য বেশ জনপ্রিয়তা পেয়ে যায় নতুন স্মার্টফোন। তেমনই এবার বাজারে এলো নতুন স্মার্টফোন Infinix 10 GT Pro। দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হচ্ছে এটি। আর তাই মোবাইলপ্রেমীদের মধ্যে উত্তেজনার শেষ নেই। আগামী আগস্ট মাসে এই স্মার্টফোনের ১০ সিরিজ প্রকাশ পাবে। অনেকেই মনে করছেন আসন্ন স্মার্টফোনটির ডিজাইনটি নাথিং স্মার্টফোন থেকে নকল করা হয়েছে।
সম্প্রতি আসন্ন স্মার্টফোনের ছবি প্রকাশ্যে এসেছে আর তাতেই ধরা পড়েছে সাদৃশ্য। তবে জেনে নেওয়া যাক Infinix 10 GT Pro স্মার্টফোনে কি কি রয়েছে যা গ্রাহকের কাছে নতুন করে জায়গা করে নিতে পারে। এতে রয়েছে দুর্দান্ত ডিসপ্লে যা সুপার অ্যামোলেড ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এছাড়া রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ চিপসেট। ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি নিয়ে স্মার্টফোনটি তৈরি।
স্মার্টফোনে ব্যাটারি রয়েছে ৭,০০০ এমএএইচ যা একটি বিশাল ব্যাটারি প্যাক। তবে সংস্থার তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তাই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ১৬০ ওয়াট বা ২৬০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট নিয়ে হাজির হতে পারে এটি। এটি অ্যান্ড্রয়েড ১৩ বা ১৪-তে রান করবে। এতে ক্যামেরা রয়েছে ১০৮ মেগাপিক্সেল ও ক্যামেরা সাপোর্ট হিসেবে আরও দু’টি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
জানা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটির ৫জি মডেল বাজারে লঞ্চ হতে পারে। এদিকে নাথিং স্মার্টফোনের সঙ্গে Infinix GT 10 Pro স্মার্টফোনের সাদৃশ্য পাওয়ার পর এই খবর পান নাথিং স্মার্টফোনের সিইও। তিনি মজা করে টুইটারে লেখেন, উকিল প্রস্তুত করার সময় এসেছে। এরপর তিনি হাসির ইমোজি জুড়ে দেন। অর্থাৎ পুরো ঘটনাটি মজার তা স্পষ্ট।
Leave a Reply