অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান, সম্প্রতি কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ি লঞ্চ করলেন বিশ্বের প্রথম ইথানল চালিত গাড়ি ‘Toyota Innova Hycross’। যেটি ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানী দ্বারা চলতে সক্ষম। এই গাড়িটি বিশ্বের প্রথম গাড়ি যেখানে আপডেটেড BS6 দ্বিতীয় পর্যায়ের নিয়ম প্রযোজ্য হয়েছে। এই গাড়িটিতে আগের মতোই ২ লিটার হাইব্রীড ইঞ্জিন দেওয়া হয়েছে। তবে এই গাড়ির ক্ষেত্রে ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানী এবং বাকি ১৫ শতাংশ রয়েছে পেট্রোলের জন্য।
ফলে এই গাড়িটি ভীষণই পরিবেশবান্ধব গাড়ি হতে চলেছে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে এই ইঞ্জিন থেকে ১৮৬ পিএস শক্তি উৎপন্ন হবে। যেহেতু ইথানল পেট্রোল এবং ডিজেলের থেকে অনেকটাই বেশি স্বচ্ছ তাই সেটি খুবই কম কার্বন নিঃসরণ করে। ফলে তা পরিবেশ দূষণ কম করে। এছাড়া ইথানলের দামও যেহেতু পেট্রোলের থেকে অনেকটাই কম, তাই সেটি গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।
আরো একটি বিষয় হলো ইথানল মিশ্রণ খুব সহজে তৈরি করা যায় বিভিন্ন জৈব উৎস যেমন- আখ, চাল এবং বাঁশ থেকে। তাইতো একে জৈব জ্বালানীও বলা হয়েছে। তবে মনে রাখতে হবে এই গাড়িটি এখনো পর্যন্ত একটি প্রোটোটাইপ গাড়ি হিসেবে তৈরি করা হয়েছে। তাই ভারতীয় রাস্তায় চলার জন্য এই গাড়িগুলোকে এখনো অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উল্লেখযোগ্য, এই কেন্দ্রীয় মন্ত্রী বরাবর প্রচার করেছেন জ্বালানী তেলের পরিবর্তে বিকল্প জ্বালানী ব্যবহার করার জন্য। যার প্রধান উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ কম করা এবং কার্বন নিঃসরণ কমানো। এই বিষয়ে তিনি গাড়ি লঞ্চের দিন জানিয়েছেন, ‘দেশের ৪০ শতাংশ দূষণের পেছনে রয়েছে যানবাহন। এর ফলে দিল্লীর বাসিন্দারাই বেশি করে প্রবাহিত হন।’
Leave a Reply