বর্তমানে ফোন কিনতে গেলে গ্রাহকরা কি জিনিস লক্ষ্য রাখে! ভালো ক্যামেরা কোয়ালিটি, ভালো স্টোরেজ আর ভালো প্রসেসর..আর এই সব বিষয়কে মাথায় রেখেই বাজেটফ্রেন্ডলি ফোন লঞ্চ করে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে iQOO. এই ইলেকট্রনিক কোম্পানি সম্প্রতি ভারতীয় গ্রাহকদের জন্য আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করছে যা নজর কাড়তে চলেছে প্রত্যেকের-
খবর মিলেছে চলতি মাসেই লঞ্চ হবে IQOO Z7 PRO 5G. যা সম্প্রতি লঞ্চ হওয়া IQOO Z7 এর উত্তরসূরী হিসাবে বাজারে দখল জমাবে। ইতিমধ্যে সামনে চলে এসেছে আসন্ন ফোনটির বিভিন্ন ফিচার্স, বৈশিষ্ট্য। চলুন দেখে নেওয়া যাক কি কি মিলবে ফোনটিতে-
অন্যান্য মোবাইল ফোন সংস্থাগুলিকে টেক্কা দিতে এবার রেডি IQOO. জানা যাচ্ছে ফোনটিতে এন্ট্রি লেভেলের কোন ফিচার্স নয় বরং উপস্থিত থাকবে হাই-এন্ড ফিচারস। যেমন ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ইত্যাদি।
দাম- তবে অত্যাধুনিক ফিচারস রাখা হলেও দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করতে চলা এই ফোনটির দাম থাকতে পারে ২৫ হাজার টাকা। ভারতের স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলে এর বিস্তারিত তথ্য মিলবে। খুব শীঘ্রই ৩১ আগস্ট ভারতের ফোনটি লঞ্চ হতে চলেছে বলেই খবর মিলেছে।
চমক- IQOO Z7 PRO 5G ফোনটির মূল চমক হতে পারে কার্ভড ডিসপ্লে সহ হোল পাঁচ ডিজাইন। নেট মহলের দাবি পেন্সিলের থেকেও পাতলা হবে এটি। ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা লেন্স দেখা যেতে পারে। প্রসেসরের কথা বললে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর অফার করা হতে পারে। যা ১২gb Ram ও ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করবে। ব্যাটারির ক্ষেত্রে থাকতে পারে 80W fast charging সাপোর্ট যুক্ত 4600mAh ব্যাটারি। এই সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।
Leave a Reply