September 30, 2023, 8:57 am
Iman Chakraborty: জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী তিনি। দেশের বাইরেও তাঁর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার ভক্ত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। কথা হচ্ছে ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) নিয়ে। সারেগামাপা-এর বিচারক থেকে রক্তদান শিবির, কিংবা প্রাক্তন সম্পর্ক। সবকিছু নিয়েই ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। এবারও হলো না তার অন্যথা।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে সাদা ক্রপ টপ, জিন্সের জ্যাকেট এবং জেগিংস পরে একটি ছবি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী। ক্রপ টপের ফাঁকেই উঁকি দিচ্ছে ইমনের (Iman Chakraborty) নির্মেদ পেট। যা দেখে ‘টাপা টিনির’ গায়িকাকে কটাক্ষ করলেন সমালোচকেরা। অভিষেক চট্টোপাধ্যায় নামক এক জনৈক ব্যক্তি কমেন্ট বক্সে লিখলেন, ‘এটা আপনার কাছে আশা করিনি, একদম ফালতু দেখতে লাগছে’। এই কমেন্ট দেখে অবশ্য নিজেকে শান্ত রাখতে পারলেন না ইমন। সটান দিয়ে দিলেন জবাব। লিখলেন,‘দেখবেন না’।
যদিও প্রিয় সঙ্গীতশিল্পীকে নতুন লুকে দেখে মুগ্ধ হয়ে গেছেন তাঁর ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়েছেন গায়িকাকে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে নিজেকে একেবারে বদলে ফেলেছেন ইমন (Iman Chakraborty)। মনোযোগ দিয়েছেন যোগব্যায়ামে। অনুরাগীদের মাঝে মধ্যেই ফিট থাকার বার্তাও দেন তিনি। আর এবার নিজের স্লিম ট্রিম ফিগারের একটি ছবি তিনি পোস্ট করলেন সামাজিক মাধ্যমে। যা দেখে মুগ্ধ ভক্তরা।
উল্লেখ্য, সম্প্রতি নিজের ব্র্যান্ডের সঙ্গে একটি ফটোশুট সেরেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আর তার ফাঁকেই তোলা ইমনের এই ছবি নিয়ে চর্চা চলছে সামাজিক মাধ্যমে। যদিও বরাবরই ট্রোলারদের মূর্খের দল বলেই মনে করেন সঙ্গীতশিল্পী। এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘আমাকে মানসিকভাবে কখনোই ভাঙতে পারবেনা ট্রোলাররা। তাদের আলটপকা মন্তব্যে আমার কিছুই যায় আসে না’।
#পশকর #ফক #উনমকত #নরমদ #পট #একদম #ফলত #লগছইমনক #কটকষ #নটজনর #যগয #জবব #দলন #গযক
Leave a Reply