সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক অবস্থার যা হাল তাতে করে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য চাকরি বা ব্যবসা জীবন থেকেই সঞ্চয়ের কথা ভাবতে হবে। ফলে অনেকেই কাজ করার পাশাপাশি ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন। তবে যেসব ব্যক্তিরা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে এক দুর্দান্ত স্কিম। যে স্কিমে দিন প্রতি একটি নির্দিষ্ট টাকা বিনিয়োগ করলে অবসর গ্রহণের সময় পাওয়া যাবে ভালো পরিমাণ পেনশন। যার ফলে তাকে আর ভবিষ্যতের কথা ভাবতেই হবে না। কি সেই পেনশন স্কিম? কত টাকা করেই বা বিনিয়োগ করতে হবে? জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যে দীর্ঘমেয়াদী প্রকল্প বা পেনশন স্কিমের কথা বলা হচ্ছে তার নাম হলো ‘ন্যাশনাল পেনশন স্কিম’। এই স্কিমের মাধ্যমে ব্যক্তি অর্থ সঞ্চয়ের পাশাপাশি ৬০ বছর শেষে পেনশন পেতে পারেন। কিভাবে? চলুন হিসাবটা জেনে নিন।
কোনো ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে এই স্কিমে প্রতিদিন ২০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে অবসর গ্রহণের সময় অর্থাৎ ৬০ বছর বয়সে সেই ব্যক্তি সঞ্চয় করতে পারবেন ৫০ লক্ষ টাকা। হিসাবমতো ওই সঞ্চয় অর্থ অনুযায়ী বছরে ৮ শতাংশ সুদের হারে ওই ব্যক্তি প্রতি মাসে পেনশন হিসেবে আয় করতে পারবেন ৫০ হাজার টাকা।
এই এনপিএস স্কিমে অর্থ বিনিয়োগ করলে পাওয়া যাবে কর ছাড়ের সুবিধা। এই স্কিমে অ্যাকাউন্টধারী ব্যক্তিদের করের পরিমাণ কম হয়। ৮০সিসিডি (আই বি) ধারা অনুযায়ী এই স্কিমের গ্রাহকরা বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
কিভাবে আবেদন করবেন? অনলাইনে ‘এন পি এস’-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এনপিএস-এর একাউন্ট ওপেন করা যায়। তবে এক্ষেত্রে ব্যক্তিরা অ্যাকাউন্ট খোলার পর বিনিয়োগ অথবা পেনশনের বিকল্প বেছে নিতে পারেন। বর্তমানে এই স্কিমে দুই ধরনের পেনশন স্কিম বর্তমান একটি হল বাধ্যতামূলক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ৬০ বছরের আগে কোনো সঞ্চয় অর্থ তোলা যাবে না। আরেকটি অ্যাকাউন্ট হলো স্বেচ্ছাসেবী অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ৬০ বছরের আগে প্রয়োজন মতো সঞ্চয় অর্থ তোলা যাবে।
Leave a Reply