বর্তমান সময়ে মানুষ চাকরির পাশাপাশি ব্যাবসার দিকে ঝুঁকছেন। ব্যাবসার মধ্যে দিয়ে কম সময়ে অধিক মুনাফা অর্জন করা যায়। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে মানুষ চাকরি ছেড়ে ব্যাবসার দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে। তবে অনেকেই বুঝে উঠতে পারেন না কি ব্যাবসা করবেন? কত খরচ হবে? কতই বা লাভ হবে? চিন্তা নেই। আজ আপনাদের সঙ্গে এমন এক ব্যাবসা নিয়ে কথা বলবো, যা কম খরচেই আপনি শুরু করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নিন।
আজ এমন একটি ব্যাবসার কথা বলবো, যা শুরু করলে অল্প দিনের মধ্যেই লাভের মুখ দেখতে পারবেন। আজ পোহা তৈরি ব্যাবসা নিয়ে আলোচনা করবো। পোহা এমন এক খাবার, যা অনেকেই সকাল ও সন্ধ্যায় টিফিন করে থাকেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মরশুমেই পোহার চাহিদা থাকে। তাই চাইলে পোহা ম্যানুফ্যাকচারিং ব্যাবসা শুরু করতে পারেন।
৫০০ বর্গফুট জায়গা জুড়ে পোহা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাতে হবে। ইউনিটে পোহা তৈরির জন্য মেশিন, চুল্লি, প্যাকিং মেশিন ও ড্রাম দিয়ে সাজাতে হবে। আর যেটা লাগবে তা পোহা তৈরি কাঁচামাল। প্রথমে অল্প পরিমাণ কাঁচামাল এনে এই ব্যবসা শুরু করতে পারেন। ব্যাবসা বাড়তে শুরু করলে উৎপাদন বাড়াবেন। প্রসঙ্গত, সম্পুর্ন পোহা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাতে গেলে খরচ হবে প্রায় ২ ৪৩ লক্ষ টাকা।
জানিয়ে রাখি, এই ব্যাবসা শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে ঋণের ব্যাবস্থা রয়েছে। সরকারের কাছ থেকে প্রায় ৯০% ঋণ আপনি নিতে পারবেন। নিজের কাছ থেকে মাত্র ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। অন্যদিকে আয়ের কথা বললে, ১ হাজার কুইন্টল পোহা বাজারে বিক্রি করলে লাভ হবে ১০ লক্ষ টাকা। যেখানে ১ হাজার কুইন্টল পোহা বানানোর খরচ হবে ৮.৬০ লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন এই ব্যাবসা আপনাকে কতটা লাভবান করতে পারে।
Leave a Reply