বছরের পর বছর ধরে স্কুটারের জগতে যে নামটি রাজত্ব করে চলেছে সেটি হলো ‘Honda Activa’। সময়ের সাথে সাথে একাধিক ভার্সন এসেছে এই স্কুটারের। এই যেমন সর্বশেষ আপডেটেড ভার্সন হিসেবে বর্তমানে রয়েছে ‘Honda Activa 6G’। তবে যদি আপনার কাছে এই স্কুটার কেনার জন্য সম্পূর্ণ অর্থ না থাকে, তাহলেও খুব সহজে আপনি ফাইন্যান্সের মাধ্যমে এই স্কুটারটি কিনতে পারবেন। কারণ, এমনই সুবিধা নিয়ে এসেছে সংস্থা।
বর্তমানে এই স্কুটারের ‘H Smart’ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য ৮২,২৩৪ টাকা এবং অন-রোড মূল্য ৯৫,৩৭৯ টাকা। তবে আপনি মাত্র ১১,০০০ টাকা দিয়ে এই স্কুটার বাড়ি নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বাকি টাকা ৯.৭ শতাংশ সুদের হারে ৩ বছরে মাসিক ২৭০০ টাকা কিস্তির মাধ্যমে শোধ করতে হবে।
যার দ্বারা এটাই স্পষ্ট যে খুব কম টাকা খরচ করেই এখন আপনি এই স্কুটারটি নিজের করে নিতে পারেন। এতে রয়েছে ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ৭.৮৪ পিএস শক্তি এবং ৮.৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সুরক্ষার জন্য দুই চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এতে মাইলেজ পাওয়া যায় ৬০ কিলোমিটার প্রতি লিটার অর্থাৎ দুর্দান্ত মাইলেজ রয়েছে এই স্কুটারটিতে।
আর এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি দেওয়া হয়েছে ৫.৩ লিটার। যদি অন্যান্য ফিচার দেখি তাহলে এতে রয়েছে এলইডি হেডলাইট, ইন্ডিকেটর, ব্লুটুথ কানেকশন, সাইলেন্ট স্টার্ট। এছাড়া জিনিসপত্র নেওয়ার জন্য রয়েছে ১৮ লিটার আন্ডারসিট স্টোরেজ।
Leave a Reply