1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
প্রতি লিটারে ২৪ কিমির ঝাক্কাস মাইলেজ, মাত্র ৪৮ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto K10 | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:01 am

প্রতি লিটারে ২৪ কিমির ঝাক্কাস মাইলেজ, মাত্র ৪৮ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto K10 | Newshost24 Safar

প্রতি লিটারে ২৪ কিমির ঝাক্কাস মাইলেজ, মাত্র ৪৮ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto K10 | Newshost24 Safar

প্রতি লিটারে ২৪ কিমির ঝাক্কাস মাইলেজ, মাত্র ৪৮ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন Alto K10 | Sangbad Safar
প্রতি লিটারে ২৪ কিমির ঝাক্কাস মাইলেজ, মাত্র ৪৮ হাজার টাকায়

মারুতি সুজুকি নামটি শুনলেই একটি ভরসা পাওয়া যায়৷ বহুবছর ধরে ভারতের গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করে আছে এই সংস্থা। এই সংস্থার একটি দুর্দান্ত গাড়ি রয়েছে যাতে রয়েছে অবাক করা মাইলেজ। সেই গাড়ি হল Alto K10। গাড়িটি প্রতি এক লিটার পেট্রোলে ২৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বলে জানা গিয়েছে। এর সঙ্গে গাড়িতে রয়েছে একাধিক ফিচার্স স্পেসিফিকেশন।

তবে জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই গাড়িতে। গাড়িতে রয়েছে এক লিটার ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৫ হর্স পাওয়ার শক্তি ও ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৫ স্পীড গিয়ারবক্স। এছাড়া চারটি চাকায় রয়েছে মাল্টি ফাংশান স্টিয়ারিং হুইল, অ্যাপেল কার প্লে, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডো, অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সহ একাধিক সুবিধা। এই গাড়িটি বহুল বিক্রির জন্য মারুতি সুজুকির জনপ্রিয়তা রয়েছে।

এই গাড়ির এক্স শোরুম মূল্য ৩.৯৯ লক্ষ টাকা। অন রোড দাম যে আরও বেশি তা আর বলে দিতে হয় না৷ তবে এত টাকা খরচ করে অনেকেই আনতে পারবেন না গাড়িটি। তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। মাত্র ৪৮,০০০ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন গাড়িটি। বাজারে গাড়িটি ৫টি ভ্যারিয়েন্ট রয়েছে। গাড়ির দাম শুরু হয়েছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে। এর পাশাপাশি অন রোড দাম ৪.৪২ লক্ষ টাকা।

যদি গ্রাহক ৪৮,০০০ টাকার ডাউন পেমেন্টে এটি বাড়িতে আনতে চান তবে ৫ বছরে প্রতি মাসে ৯.৮ শতাংশ সুদের হারে ৮,৩২৯ টাকা জমা করতে হবে। ৫ বছর পর টাকা পরিশোধ হয়ে গেলে গাড়িটি হয়ে যাবে আপনার। লোন নেওয়ার পূর্বে সিবিল স্কোর যাচাই করে নিতে হবে। এরপর গ্রাহক তার পছন্দের গাড়িটি বাড়িতে আনতে পারবেন।


#পরত #লটর #২৪ #কমর #ঝককস #মইলজ #মতর #৪৮ #হজর #টকয় #বড় #নয় #আসন #Alto #K10 #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews