September 26, 2023, 10:10 am
গত ১লা আগস্ট শাওমি ‘Redmi 12 5G’ লঞ্চ করেছে। তার ঠিক দু’দিন পর অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে শুরু হয়েছে সেল। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি ৩ লাখ ভারতীয় এই স্মার্টফোন কিনে ফেলেছেন। এমন কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে এই স্মার্টফোনে? যে লঞ্চের দু-তিন দিনের মধ্যেই বিক্রির সংখ্যা এতো? আজ আমরা সেই বিষয়েই জানবো এই প্রতিবেদনে।
এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ৯০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। যেটির সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। এছাড়া প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G88।
র্যাম ও স্টোরেজ দেখতে গেলে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। যথা- ৪ জিবি+১২৮ জিবি, ৬ জিবি+১২৮ জিবি, ৮ জিবি+১২৮ জিবি। ক্যামেরার দিক দিয়ে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।
এখানেই শেষ নয় অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে ফাইভ-জি, ফোর-জি কানেকশন, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ইত্যাদি।
দাম:
৪ জিবি+১২৮ জিবি- ১০,৯৯৯ টাকা
৬ জিবি+১২৮ জিবি- ১২,৪৯৯ টাকা
৮ জিবি+১২৮ জিবি- ১৪, ৯৯৯ টাকা।
তবে ফাইভ-জি ছাড়াও এই সিরিজের ফোর-জি স্মার্টফোন নিয়ে এসেছে সংস্থা। যেগুলির দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৪৯৯ টাকা। এই ফোনগুলি আপনারা কিনতে পারবেন ফ্লিপকার্ট, শাওমির অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেল স্টোরগুলি থেকে।
#পরথম #দনই #রকরড #হর #বকর #Redmiর #এই #সমরটফন #কনত #উপচ #পড়ছ #ভড় #Newshost24 #Safar
Leave a Reply