ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দাম ভীড়ে মধ্যবিত্তে মুশকিল আসান হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের মত বিক্রি না হলেও একটা বড় সংখ্যায় প্রতিমাসে কেনাবেচা চলছে ইলেকট্রনিক্স স্কুটারের।
এই কারণেই বিভিন্ন স্টার্টআপ কোম্পানিগুলি নিয়ে আসছে ইলেকট্রিক স্কুটার, গাড়ি। আর সম্প্রতি এই তালিকায় নাম জুড়লো Simple energy-এর। ভারতে ‘Dot one’ ও ‘simple Dot One’ নামের ট্রেডমার্ক দায়ের করতেই এই নিয়ে জল্পনা বেড়েছে। মনে করা হচ্ছে এগুলি সংস্থার সবথেকে সস্তার ই-স্কুটার হিসেবে আসবে।
Dot one’ ও ‘simple Dot One’- গত মে মাসে এই সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার One লঞ্চ করেছিল। আশা করা হচ্ছে সংস্থার আসন্ন মডেলটি October এর শুরুতেই লঞ্চ হতে পারে। যা প্রতিযোগিতায় ফেলবে Ather 450S, Ola S1 Air ও TVS iQubeকে।
বৈশিষ্ট্যের কথা বলে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে অনুমান করা হচ্ছে ফুল চার্জে এটি 180 কিলোমিটার রেঞ্জ দেবে। এটি ওয়ানের সমান প্লাটফর্ম এর উপর ভিত্তি করে আসবে। তবে দাম কিছুটা কম হতে পারে যার ফলে ফিচার্সে কিছু কাঁটছাট হতে পারে।
Simple one এর বৈশিষ্ট্য- আসন্ন ইলেকট্রিক স্কুটারগুলি যেহেতু সিম্পল ওয়ানের সমান প্লাটফর্ম এর উপর ভিত্তি করে আসতে চলেছে তাই ইলেকট্রিক স্কুটার গুলির বৈশিষ্ট্য অনুমান করার জন্য Simple one এর বৈশিষ্ট্য তুলে ধরা হলো।
Simple one একটি প্রিমিয়াম মডেল যার বাজার মূল্য 1.45 লাখ টাকা। এতে উপস্থিত রয়েছে একটি পাঁচ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। পুরোপুরি চার্জে যেটি ২১২ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম। আর আসন্ন Dot one’ ও ‘simple Dot One’ সম্পর্কে জানা গেছে দুটি স্কুটার তামিলনাড়ু সংস্থার শোলাগিরির কারখানায় তৈরি হবে। এখনো পর্যন্ত কেবলমাত্র বেঙ্গালুরুতে Simple one এ ডেলিভারি শুরু হয়েছে। ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এর ডেলিভারি শুরু করা হবে।
Leave a Reply