বিভিন্ন অটোমোবাইল সংস্থা বিভিন্ন যানবাহন নিয়ে আসে গ্রাহকদের জন্য। এই বিষয়ে যেন বিভিন্ন সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে। এই যেমন সম্প্রতি ‘Kawasaki’ নতুন একটি বাইক লঞ্চ করেছে ভারতে।
যার নাম ‘Ninja 650’ ২০২৪ এডিশন। জানা গিয়েছে, এই বাইকের মূল্য ৭.১৬ লক্ষ টাকা। একাধিক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে এই বাইকে। যেমন এতে রয়েছে সব ৬৪৯ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন।
যেটি ৮০০০ আরপিএমে ৬৭.৩ বিএইচপি শক্তি এবং ৬৭০০ আরপিএমে ৬৪ এনএম টর্ক উৎপন্ন করে। এতে E20 ফুয়েল অপশনও দেওয়া হয়েছে। যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে এতে রয়েছে ডুয়াল এলইডি হেডল্যাম্প, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, ডুয়েল চ্যানেল এবিএস সমেত ডিস্ক ব্রেক।
এই বাইকটি উপলব্ধ রয়েছে লাইম গ্রিন রঙে। একইসাথে দেওয়া হয়েছে রেসিং টিম গ্রাফিক্স। অর্থাৎ এটাই স্পষ্ট হয় যে বাইকটি ভীষণই স্পোর্টি লুকে আসবে।
Leave a Reply