September 30, 2023, 11:09 am
Kar Kache Koi Moner Kotha: চলতি মাসের 3 তারিখ জি বাংলার পর্দায় শুরু হয়েছে নয়া ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের হাত ধরে ফের একবার ছোট পর্দায় ফিরে এসেছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানালি(Manali Dey)। সিরিয়ালের প্রমো দেখে বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। কিন্তু ধারাবাহিক সম্প্রচার হতেই ঘটে গেল উলটপুরান। বাঙালি দর্শকদের ড্রয়িং রুমে খুব একটা ভালো অসর জমাতেই পারলো না জি বাংলার (Zee Bangla) এই নয়া ধারাবাহিক।
আসলে বর্তমানে দর্শকরা আর শাশুড়ি-বৌমার অশান্তি দেখতে পছন্দ করছেন না। যদিও এই সিরিয়ালে তা মাত্রাতিরিক্ত পরিমাণে দেখানো হচ্ছে আর তাতেই তিতিবিরক্ত দর্শক। সবচেয়ে বড় কথা, টিআরপির লোভে যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছে বাংলা সিরিয়াল গুলো। সম্প্রতি সেই প্রমাণই মিলল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে। টিআরপি বাড়াতে কিনা ফুলশয্যার খাটে উঠে পড়লেন মা-ছেলে! যা দেখে রীতিমতো ছি ছি করছেন নেটিজেনরা।
ফুলশয্যার খাটে মা-ছেলে! এ কথা ভাবলেই যেন গা ঘিনঘিন করে ওঠে। কীভাবে এমন কাজটা করতে পারলেন নির্মাতারা? এই প্রশ্ন তুলেছেন নেটপাড়ার একাংশ। আসলে শিমুল আর পরাগকে কাছাকাছি আসতে দেবে না বলেই অসুস্থতার নাটক করে ফুলশয্যার খাটে উঠে পড়লেন শাশুড়ি। আর নতুন বউয়ের জায়গা হল সোফায়। এই এপিসোড দেখার পরেই এক নেটিজেন রীতিমতো ধুয়ে দিয়েছেন সিরিয়ালের নির্মাতাদের।
তাঁর কথায়, ‘একেবারে নোংরা জঘন্য সিরিয়াল। ফুলশয্যার রাতে কিনা মা আর ছেলে শুয়ে পড়ল এক খাটে। এইসব সিরিয়াল দেখে কী শিক্ষা পাবে বাড়ির বাচ্চারা? এগুলো কিন্তু হাস্যকর নয় এগুলো নোংরামি’। উল্লেখ্য, সিরিয়ালের প্রমো প্রচারে ছিল একগুচ্ছ চমক। অথচ ধারাবাহিক শুরু হতেই বদলে গেল সব চিত্র। বাঙালি দর্শকদের ড্রয়িং রুমে জায়গা পাওয়া তো দূরের কথা, এই দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এখন এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।
#ফলশযযর #রত #মছল #এক #খট #আর #নতন #বউ #বস #সফয #সরযলর #এই #দশয #দখ #ননদর #ঝড #নটদনযয
Leave a Reply