সম্প্রতি ‘নোকিয়া’ ভারতীয় বাজার দুটি প্রিমিয়াম ফিচার ফোন লঞ্চ করেছে। যেগুলি হলো ‘Nokia 130 Music’ এবং ‘Nokia 150 2023’। আপনাদের জানিয়ে রাখা ভালো ‘Nokia 130 2023’ মূলত ২০১৭ সালে লঞ্চ হওয়া একটি মডেলের আপডেটেড ভার্সন। আসুন তাহলে এই ফোনগুলির দাম এবং অন্যান্য তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
Nokia 130 Music
এতে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। রয়েছে নোকিয়া সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেম। এতে টি ৯ কীবোর্ড এবং ৪ এমবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া এক্সটার্নাল কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। গান শোনার জন্য এতে শক্তিশালী স্পিকার সিস্টেম রয়েছে।
যদি পাওয়ার ব্যাকআপ দেখি তাহলে ১৪৫০ mAh এর ব্যাটারী লক্ষ্য করা যাবে, যেটি ৩৪ দিন পর্যন্ত চলতে সক্ষম। এছাড়াও এর সাথে পাওয়া যাবে একটি ওয়্যার্ড হেডফোন। সবমিলিয়ে বলতে গেলে যারা গান শুনতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি ভীষণ উপযুক্ত হবে।
রঙ- ডার্ক ব্লু, পার্পেল, লাইট গোল্ড।
দাম: লাইট গোল্ড- ১,৯৪৯ টাকা। ডার্ক ব্লু এবং পার্পেল- ১,৮৪৯ টাকা।
Nokia 150 2023
এই ফোনটি মূলত প্রিমিয়াম ডিজাইনে উপলব্ধ হয়েছে। এতে অনেকটা নোকিয়া ক্লাসিক ডিজাইন নজরে এসেছে। ‘Nokia 130 Music’এর মতোই ফিচার দেওয়া হয়েছে। পার্থক্য শুধু রয়েছে VGA ক্যামেরা এবং LED ফ্ল্যাশে।
রঙ- চারকোল, সায়ান, রেড।
দাম: ২,৬৯৯ টাকা।
Leave a Reply