আগের থেকে বিক্রি বাড়ছে ইলেকট্রিক মোটরসাইকেলের। ক্রমশ পেট্রোল এর ঊর্ধ্বমুখী দাম জনপ্রিয়তা বাড়াচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল গুলির যার ফলে দামেও এসেছে ফারাক। প্রত্যেক সংস্থায় চাইছে সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইক লঞ্চ করার। সেইমতো বাজারে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি বাইক সামনে এসেছে। আর এবার এই বাজারেই পা রাখতে চলেছে ENGWE. এই কোম্পানি পরের সপ্তাহে তাদের লঞ্চের আগে X20, X24 ও X26 বৈদ্যুতিক বাইক-এর পূর্ব রূপ দেখিয়েছে।
জানা গেছে এই তিনটি নতুন বাইকই ENGWE X সিরিজের ফোল্ডেবল ই বাইকের অংশ। সংস্কার তরফ থেকে জানানো হয়েছে এই বৈদ্যুতিক বাইক গুলি উন্নত কর্মক্ষমতা রেঞ্জ এবং স্পেসিফিকেশন সহ আসবে। থাকবে ফ্যাট টায়ার, ট্রিপল সাসপেনশন সিস্টেম, ডুয়াল ব্যাটারি সিস্টেম। সংস্থা থেকে ঘোষণা করা হয়েছে X26, X20 ও X24 এর পাশাপাশি একটি refresh সংস্করণ নিয়ে ফিরে আসছে।
X24 এ X26 এর অনুরূপ বিল্ড রয়েছে যেখানে X20 একটি ঐতিহ্যবাহী শহুরে ইবাইক ডিজাইনটি Urban ডিজাইন। এর তিনটি মডেলই 24*4.0 ইঞ্চি টায়ার ও একটি 1200W মোটর সহ লঞ্চ হবে যা 50km/h পর্যন্ত সর্বোচ্চ গতি প্রদান করবে। ENGWE দাবি করেছে এই প্রত্যেকটি গাড়ি একটি স্মুথ রাইডিং অভিজ্ঞতা দেবে চালককে।
এরমধ্যে X20, 200KM RANGE প্রদান করবে আর X24, 240Km পর্যন্ত এবং X26 একক চার্জে 230km পর্যন্ত রেঞ্জ দেবে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে X20, X24 ও আপডেটেট X26 ই-বাইকগুলিতে ১৮.২Ah+10Ah ডুয়াল ব্যাটারি সিস্টেম ও উন্নত কর্মক্ষমতা ও নিয়ন্ত্রণের জন্য হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এর মূল্য সম্পর্কে জানা যাবে।
Leave a Reply