আমেরিকার একটি মোটরসাইকেল কোম্পানি Zero এবার বাজারে আনতে চলেছে তাদের নতুন একটি মডেল Zero SR। সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে এই সংস্থা তার গ্রাহকদের কখনও নিরাশ করেনি৷ তৈরি করেছে একের পর নতুন মডেল। বৈদ্যুতিক মোটর সাইকেল তৈরিতে এই সংস্থার বেশ নামডাক রয়েছে। সংস্থার নতুন মডেলটি একটি বৈদ্যুতিক মডেল যা ইতিমধ্যে মানুষের মন জয় করে নিয়েছে।
তবে এবার জেনে নেওয়া যাক কি কি বৈশিষ্ট্য রয়েছে এই মোটরসাইকেলে যা গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এই মোটরসাইকেলটিতে সামান্য স্পোর্টি লুক রয়েছে। এটির কন্ট্র্যাস্টে কালো রঙ, মাইনরিটি অংশে লাল রঙ ও ফিচার্স কালো রঙে রাঙিয়ে তোলা হয়েছে। এতে রয়েছে উন্নত ও শক্তিশালী কিছু ফিচার্স, দুর্দান্ত মাইলেজ যা স্পোর্ট বাইকের অনুভূতি দিতে সক্ষম। বাইকের ডাইমেনশন একেবারে যথাযথ।
এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৫ ডলার থেকে। এটির মাইলেজ রেঞ্জ ১৬৯ মাইল। সর্বোচ্চ গতি ১০৪ মাইলেজ প্রতি ঘন্টায়। বাইকের ইঞ্জিনটি সর্বোচ্চ ১২২ পিক টর্ক অথবা ১৬৬ এনএম টর্ক উৎপন্ন করে। এটিতে ব্যাটারি রয়েছে ১৫.৬ kWh। গাড়িটির সর্বোচ্চ ২২৭ মাইল রেঞ্জ রয়েছে। এটিতে রয়েছে কাটিং-এজ পাওয়ার এবং এনার্জি ডেনসিটি। এটি তৈরি করা হয়েছে ব্রাশলেস ডিজাইন ও এয়ার কুল্ড পদ্ধতিতে।
এতে রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং। মোটরসাইকেলটিতে রয়েছে Cypher III+ অপারেটিং সিস্টেম। এর ফলে এটি ব্যবহার করা হয়ে যায় আরও সহজ ও আরও ভালো রাইডিং অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া Cypher III+ অ্যাপের মাধ্যমে বাইকের সমস্ত তথ্য জানতে পারবেন অনায়াসে। এতে রয়েছে একাধিক সুবিধা যার ফলে আপনি যদি চান নতুন কোনো বৈদ্যুতিক বাইক কিনতে তবে এটি হবে আপনার জন্য অন্যতম একটি অপশন।
Leave a Reply