দেশের বাজারে SUV গাড়ির জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে মানুষের কাছে চাহিদা পূরণের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে এই ধরনের গাড়ি। ভারতের গাড়ির বাজারে বেশি চাহিদা পায় দুর্দান্ত পারফর্মেন্স ও লুক। তাই এই চাহিদা মেটাতে সক্ষম SUV।
ভারতের জনপ্রিয় SUV গাড়ির মধ্যে জনপ্রিয় হল হুন্ডাই, টাটা কোম্পানির গাড়ি। এবার এই সেগমেন্টে নতুন গাড়ি Elevate লঞ্চ করল। জাপানি সংস্থা জানিয়েছে, আগামী মাসেই গাড়িটির টেস্ট ড্রাইভ শুরু হবে। গাড়িটি ভারতের বাজারে একাধিক গাড়ির সঙ্গে লড়াই করবে বলে মনে করা হচ্ছে।
তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই গাড়িতে। গাড়িতে রয়েছে ১.৫ লিটার ৪ সিলিন্ডার পেট্রোল চালিত ইঞ্জিন। ইঞ্জিনটি ১২১ বিএইচপি পাওয়ার ও ১৪৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৭ স্পীড গিয়ারবক্স। এক লিটার তেলে গাড়িটি ১৬.৯২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
সম্পূর্ণ ট্যাঙ্ক ভরতি থাকলে ৬১২ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। গাড়িটিতে রয়েছে ইঞ্জিন পুশ-আপ বাটন, ফেব্রিক আপহোলস্টেরি, এলইডি হেডল্যাম্প, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, টেলল্যাম্প, ৬০:৪০ স্প্লিট রিয়ার সিট। এই ফিচার্সগুলি গাড়িটির বেস ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে।
Leave a Reply