এই মুহূর্তে এটিএম ব্যবহার করেন না এমন মানুষ নেই বললেই চলে। এবার এটিএম ব্যবহারকারীদের জন্য এলো নয়া আপডেট.. আশঙ্কা সত্যি করে এবার বাড়লো এটিএম চার্জ।
গত বছর জুনেই রিজার্ভ ব্যাংক দেশের ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছিল এটিএম কার্ড গুলির জন্য মাসিক ফি ছাড়াও গ্রাহকদের প্রতি লেনদেনে ২১ টাকা চার্জ করবে। তবে সমস্ত ক্ষেত্রে নয় মাসের নির্দিষ্ট উর্ধ্বসীমার চেয়ে বেশি লেনদেনের সময়ে এই পরিষেবার মাসুল দিতে হবে বলে জানানো হয়েছিল। বলা হয়েছিল গ্রাহকরা তাদের নিজস্ব ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন।
একই সময়ে মেট্রো শহরের অন্যান্য ব্যাঙ্কগুলির জন্য তিনটি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছে। নিয়ম অনুসারে এবার এর থেকে বেশি লেনদেন করার পর প্রতি টাকা তোলার জন্য সর্বোচ্চ ২১ টাকা ফি দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ২৫ হাজার টাকার মাসিক ব্যালেন্স পর্যন্ত পাঁচটি বিনামূল্যে এটিএম লেনদেন অফার করে। এর থেকে বেশি হলে আপনাকে প্রতি লেনদেন এবং জিএসটি বাবদ দশ টাকা দিতে হবে। একইভাবে লেনদেনের নির্দিষ্ট সীমা ক্রস করে গেলে অন্যান্য ব্যাংকে কুড়ি টাকা এক্সট্রা চার্জ এবং জিএসটি দিতে হবে।
তবে যদি আপনার মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকার বেশি হয় তাহলে আপনি বিনামূল্যে এটিএম ব্যবহার করতে পারবেন। PNB BANK মেট্রো এবং নন মেট্রো উভয় শহরেই গ্রাহকদের জন্য পাঁচটি বিনামূল্যে এটিএম লেনদেন দিয়ে থাকে আর এর উর্দ্ধে হলে ১০টাকা ও জিএসটি চার্জ যুক্ত হয়। HDFC ব্যাঙ্কের ক্ষেত্রেও ব্যাঙ্কের গ্রাহক হলে পাঁচটি বিনামূল্যে এটিএম লেনদেন পাওয়া যায় একমাসে।
আর এর উর্দ্ধে হলে ২১টাকা ও জিএসটি চার্জ যুক্ত হয়। ICICI ব্যাংকের এটিএম থেকে পাঁচটি বিনামূল্যে লেনদেন এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে তিনটি লেনদেনের সীমা নির্ধারণ করেছে। এরপর গ্রাহকদের প্রতি টাকা তোলার জন্য কুড়ি টাকা চার্জ নেওয়া হয় আর নন ফিনান্সিয়াল লেনদেনের জন্য ৮.৫০ টাকা নেওয়া হয়।
Leave a Reply