September 21, 2023, 9:43 am
বর্তমানে সালটা ২০২৩। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আর এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তথা দর্শকের পছন্দের জুটি কারা তা নিশ্চই সকলের জানা? হ্যাঁ তারা হলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া ও আম্রপালি দুবের (Amrapali Dubey) জুটি।
সম্প্রতি ফের একবার তাদের দেখা গেল হট অবতারে। তাদের সেই রোম্যান্সে রীতিমতোন বুঁদ হয়েছেন ভক্তরা। ৪৪ বছর বয়সী নায়ক ও ৩৬ বছর বয়সী নায়িকা দুজনেই মেতেছেন যৌবনের খেলায়।
Album: Nirahua Hindustani 2
Song: Nisha Me Chadhal Ba Ankhiya
Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)
Singer: Madhukar Anand, Priyanka Singh
Story: ভিডিওতে বন্ধ ঘরের মধ্যেই নিরহুয়ার সঙ্গে রাসলীলায় মেতেছেন আম্রপালি দুবে। কখনও দুস্টু চাউনিতে আবার কখনও একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে প্রেম করছেন। কখনও আবার খাটের উপর আম্রপালির গায়ের উপর নিরহুয়াকে দেখা যাচ্ছে। আম্রপালির পরণে রয়েছে কালো রঙের শর্ট ড্রেস। অভিনেত্রীর ভারী দেহের একাধিক শরীরী ভাঁজ আরও যেন বেশি করে সবাইকে আকৃষ্ট করেছে।
Youtube Channel: Wave Music নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
Views: ৬ বছর আগের পুরোনো এই ভিডিও ৬.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১৪ হাজার মানুষ।
সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল দীনেশ ও আম্রপালির এই ভিডিও।
#বনধ #ঘর #হট #বমব #আমরপলর #সঙগ #ঘনষঠ #রমনস #নরহযর #কন #হডফন #গজ #এক #দখন #এই #ভডও
Leave a Reply