ভারতীয় বাজারে যে কয়টি বাইক বিক্রি হয় তার মধ্যে সবথেকে জনপ্রিয় হলো 125 সিসি সেগমেন্টের বাইক গুলি। আর এর মূল কারণ হলো এই ধরনের বাইকগুলি যেমন সাধ্যের মধ্যে থাকে তেমনি থাকে দারুন সব ফিচারস। অর্থাৎ নিত্যদিনের প্রয়োজনের জন্য সবথেকে ভালো বিকল্প এই বাইকগুলি।
আজকের প্রতিবেদনে থাকলো এই সেগমেন্টেরই কিছু দুর্দান্ত স্কুটার। আপনি যদি ১২৫ সিসি সেগমেন্টের স্কুটার কেনার কথা ভাবে থাকেন, তাহলে এই প্রতিবেদন মিস করবেন না-
১)Honda Activa 125- এই স্কুটারটির দাম পড়বে ৭০ হাজার ৮০৯ টাকা থেকে ৮৮৯৭৯ টাকা। এটি মাইলেজ এর ক্ষেত্রে 55kmpl রেঞ্জ দেয়।
২)TVS JUPITER 125- এটি ৫৬ kmpl এর মাইলেজ দেয়। যার দাম পড়বে ৮৩৭৫৫ টাকা থেকে ৯০ হাজার ৫৫৫ টাকা।
৩)TVS NTORQ 125- এটি এই কোম্পানির তৃতীয় সর্বোচ্চ সেলিং স্কুটার যা প্রতি লিটারে ৫৭ কিলোমিটার মাইলেজ দেয়। আর এর এক্স শোরুম দাম পড়বে ৮৪৫৩৬ টাকা থেকে ১.০৫ লক্ষ টাকা পর্যন্ত।
৪)Suzuki Access 125- এই স্কুটারে আপনি পেয়ে যাবেন 64 kmpl মাইলেজ আর এক্স শোরুম দাম পড়বে ৭৯ হাজার ৪০০ টাকা থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত। এর মাইলেজ যেমন দারুন সেরকমই পারফরম্যান্স দারুন।
৫)Yamaha Ray ZR 125 fi yamaha REGR 125- এটি ৬২kmpl এর মাইলেজ দেয়। এর দাম পড়বে ৮৪২৩০ টাকা থেকে ৯৫ হাজার ৩৩০ টাকা। যাদের বাজেট ১ লক্ষ টাকার মধ্যে তাদের জন্য এগুলো দারুন অপশন হতে পারে।
Leave a Reply