সম্পূর্ণ চার্জে ১৫০ কিলোমিটার! এবার বাইককে টেক্কা দেওয়ার মতোন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করলো জনপ্রিয় সংস্থা ‘Decathlon’। ইতিমধ্যেই এই সংস্থা বাজারে নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। একাধিক ইলেকট্রিক সাইকেল এনে চমকে দিয়েছে তারা গ্রাহকদের। সেরকমই একটি সাইকেল লঞ্চ করেছে তারা। যেটিকে অনেকে আবার ‘অলরাউন্ডার ইলেকট্রিক সাইকেল’ বলেও আখ্যা দিয়েছেন।
এই সাইকেলটি মূলত ‘Rockrider’ নামক একটি মাউন্টেন সাইকেলের আপডেটেড ভার্সন, যেটিকে ‘B’Twin’ হিসেবে লঞ্চ করা হয়েছে। এই সাইকেলটির মডেল নম্বর হলো ‘LD 920 E’। এতে রয়েছে ডুয়াল মোটর সিস্টেম। যার ক্ষমতা ২৫০ ওয়াট। এতে ৭০২ ওয়াটের ব্যাটারীপ্যাক দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ চার্জে ১৫০ কিলোমিটার পথ চলতে সক্ষম। অন্যান্য ফিচারের মধ্যে এতে রয়েছে অটোমেটিক গিয়ারবক্স, ৮টি সেন্সর, কম্প্যাক্ট সিস্টেম, জিপিএস ট্র্যাকার ইত্যাদি।
জিপিএস ট্র্যাকারের মাধ্যমে খুব সহজেই আপনি সাইকেলের অবস্থান দেখতে পারবেন। এছাড়াও সামনের ডিসপ্লে দেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন তথ্য ভেসে উঠবে। মূলত ৩ রকমের মোড পাবেন এই সাইকেলে। যেগুলি হলো- ইকো, স্ট্যান্ডার্ড এবং বুস্ট। অন্যদিকে জিনিসপত্র নেওয়ার জন্য এতে আপনি একটি র্যাক লাগাতে পারবেন। যা ২৭কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।
দাম: বর্তমানে এই সাইকেলের দাম ২,৯৯০ ইউরো। সংস্থার অনলাইন ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।
Leave a Reply