1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বাইকের মাইলেজ সহজেই বাড়াবেন কিভাবে? রইল সেরা ৫টি টিপস | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:57 am

বাইকের মাইলেজ সহজেই বাড়াবেন কিভাবে? রইল সেরা ৫টি টিপস | Newshost24 Safar

বাইকের মাইলেজ সহজেই বাড়াবেন কিভাবে? রইল সেরা ৫টি টিপস | Newshost24 Safar

বাইকের মাইলেজ সহজেই বাড়াবেন কিভাবে? রইল সেরা ৫টি টিপস | Sangbad Safar
বাইকের মাইলেজ সহজেই বাড়াবেন কিভাবে? রইল সেরা ৫টি টিপস |

আগুন বাজারে তেল খরচ ক্রমশ বেড়ে চলেছে। এমন অবস্থায় প্রয়োজন হয়ে পড়েছে এমন একটি বাইক যা শুধু দামে সস্তা হবেনা দেবে দুরন্ত মাইলেজ। ভারতের রাস্তায় যাতায়াতের জন্য সবথেকে জনপ্রিয় যান মোটরসাইকেল, বিশেষ করে যাদের প্রতিদিন অনেকটা পথ বাইক চালাতে হয় তাদের ক্ষেত্রে মাইলেজ কম বা মাইলেজের সমস্যা হলে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়।

অনেক সময় দেখা যায় বাইক কিছু পুরনো হলেই কিছু পরিমাণ মাইলেজ দিয়ে বাইক হাপিয়ে যাচ্ছে। বাইকের যে নির্দিষ্ট মাইলেজ, তা পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। কিভাবে! সম্প্রতি এই নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে বাজাজ অটো। সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন চলুন দেখে নেওয়া যাক সেগুলি।

সংস্থার মতে সার্ভিসিং, টায়ার প্রেসার সহ বেশ কিছু বিষয় খেয়াল রাখলে ভালো মাইলেজ পাওয়া সম্ভব।

১)কার্বুরেটর সেটিংস- নিয়মিত সার্ভিসিং-এর পরেও যদি মনে হয় মাইলেজ বাড়ছে না সে ক্ষেত্রে কার্বুরেটর সেটিংস চেক করতে হবে‌। বৈদ্যুতিকভাবে বা ম্যানুয়ালি কার্বুরেটর রিটিউন করায় ইঞ্জিন তার কর্মক্ষমতা ফিরে পায় ফলে মাইলেজ বৃদ্ধির সম্ভাবনা থাকে‌।

২)কিল সুইচ ও টায়ার প্রেশার- অনেক সময় ইঞ্জিন চালু রেখেই দীর্ঘক্ষণ ধরে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকেন চালকরা কিন্তু এই এক মস্ত বড় ভুল। যদি দেখেন ট্রাফিক সিগনালে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে হবে সেক্ষেত্রে কিল সুইচ ব্যবহার করতে হবে এবং ইঞ্জিন বন্ধ করতে হবে। এভাবে জ্বালানি সঞ্চয় করা সম্ভব। এর পাশাপাশি মাঝেমাঝে টায়ার প্রেশার চেক করতে হবে। প্রত্যেক টায়ারের চাপ আলাদা হয় তাই লং ট্রিপের আগে বা লম্বা দূরত্ব যাওয়ার আগে পেট্রল স্টেশনে টায়ার প্রেসার চাপ করে নেওয়া উচিত।

৩)সার্ভিসিং- সঠিক সময় অন্তর বাইক সার্ভিসিং ইঞ্জিনের স্বাস্থ্য উন্নতি যেমন করে তেমন মাইলেজ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪)তেলের মান- অনেক সময় জ্বালানিতে ভেজাল থাকলে তা বাইকের মাইলেজ কমিয়ে দেয় এমনকি বাইকের ইঞ্জিনও খারাপ করে দেয় তাই ভালো পারফরম্যান্সের জন্য ভালো মানের জ্বালানি বাছুন।

৫)পরিষ্কার করা- কথাই বলে ক্লিন বাইক ইস এ ফার্স্ট বাইক.. তাই বাইক পরিষ্কার করা উচিত এবং লুব্রিকেট করা উচিত।

৬)বাজারচলতি পন্য- বাইক মডিফাই করার জন্য অনেক সময় অনেকে বাজার চলতি পণ্য ব্যবহার করেন যা বাইকের মাইলেজ কমিয়ে দিতে পারে।


#বইকর #মইলজ #সহজই #বড়বন #কভব #রইল #সর #৫ট #টপস #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews