1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বাইক-স্কুটারের থেকেও বেষ্ট এই দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল, এক চার্জেই ছুটবে ৮০ কিমি | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 3:57 am

বাইক-স্কুটারের থেকেও বেষ্ট এই দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল, এক চার্জেই ছুটবে ৮০ কিমি | Newshost24 Safar

বাইক-স্কুটারের থেকেও বেষ্ট এই দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল, এক চার্জেই ছুটবে ৮০ কিমি | Newshost24 Safar

বাইক-স্কুটারের থেকেও বেষ্ট এই দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল, এক চার্জেই ছুটবে ৮০ কিমি | Sangbad Safar
বাইক স্কুটারের থেকেও বেষ্ট এই দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল, এক চার্জেই ছুটবে

বর্তমানে গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির রমরমা। শুধুমাত্র গাড়িতে তা আটকে নেই, বৈদ্যুতিক সাইকেলের প্রতিও অনেকে নজর দিচ্ছেন। আর তাই সাইকেল তৈরির সংস্থাগুলি তাদের কারখানায় তৈরি করছে একাধিক বৈদ্যুতিক সাইকেল। বৈদ্যুতিক গাড়ি বা সাইকেল কেনার পিছনে এটির মাইলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত বেশি মাইলেজ তত জনপ্রিয়তা। এদিকে গাড়ির তুলনায় সাইকেলের দামও কম তাই মানুষ বেশি আকৃষ্ট হয়৷

এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সাইকেল বেশ সুবিধাজনক একটি যান। সম্প্রতি একটি সংস্থা Rad Power এমনই একটি বৈদ্যুতিক সাইকেল লঞ্চ করল। এই সাইকেলটির রং করা রয়েছে কমলা। ইতিমধ্যে সাইকেলপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে এই সাইকেল। এটির মাইলেজ যেমন দুর্দান্ত তেমনই বৈদ্যুতিক হওয়ার ফলে পেট্রোল খরচের কোনো বিষয় নেই।

এটি একটি মজবুত ও শক্তিশালী বৈদ্যুতিক সাইকেল। সাইকেলটির মডেলের নাম জানা গিয়েছে, RadCity 5। জানা যাচ্ছে, সাইকেলটি দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে আর সেগুলি হল রাডসিটি 5 প্লাস হাই-স্টেপ ও রাডসিটি 5 স্টেপ-থ্রু। গ্রাহক চাইলে যেকোনো একটি সাইকেল সংস্থার ওয়েব সাইটে গিয়ে বুক করতে পারেন।

সাইকেলে রয়েছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে সাইকেলটি ৮০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এছাড়া রয়েছে ৭৫০ ওয়াট মোটর। সাইকেলে রয়েছে ৫ লেভেলের প্যাডেল অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং তার সঙ্গে ১২ ম্যাগনেট সেন্সর। সাইকেলটির আকর্ষণীয় ডিজাইন এটিকে আরও আলাদা করে তুলেছে। সাইকেলটির দাম ১,৯৯৯ ডলার।


#বইকসকটরর #থকও #বষট #এই #দরধরষ #ইলকটরক #সইকল #এক #চরজই #ছটব #৮০ #কম #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews