চমকে দেওয়া ক্যামেরা নিয়ে শীঘ্রই আস্তে চলেছে samsung galaxy s24 ultra! হ্যাঁ সম্প্রতি এই নিয়েই এখন চর্চা। মোবাইল প্রেমীদের কাছে এই ব্র্যান্ড সবসময়ই জনপ্রিয়তা পেয়ে আসছে আর সেই চাহিদার কথা মাথায় রেখেই সংস্থা প্রতিবছরই নতুন নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে।
আর বর্তমানে উত্তেজনা ঘিরছে এই ফোনটি নিয়ে। গত ফেব্রুয়ারিতেই এই সিরিজের Galaxy S23 হয়েছে বিশ্ববাজারে।
তাই এখন জল্পনা এর পরবর্তী ভার্সন নিয়ে। ইতিমধ্যে পরবর্তী ভার্সনের ফোন সংক্রান্ত একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই ধারণা করা হচ্ছে এই নতুন ফোনে টেলিফটো ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। সাথে ২০০ মেগাপিক্সেল সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। পাশাপাশি এতে থ্রি এক্স অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার রয়েছে।
samsung galaxy s24 ultra ফোনের টেলিফটো ক্যামেরার রেজোলিউশন যদি আপগ্রেডেড হয় তাহলে গ্রাহকরা যে দারুন ইমেজ কোয়ালিটি পাবেন তা বলাই বাহুল্য। তবে সংস্থার তরফ থেকে এখনো তাদের ফ্ল্যাগশিপ সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি।
যে তথ্য সামনে এসেছে তাতে মনে করা হচ্ছে আগামী বছর শুরুর দিকে galaxy s24 ,galaxy s24 +, galaxy s24 ultra অফিসিয়ালি লঞ্চ করা হবে। galaxy s24 + screen এ একটি ৬.৬৫ ইঞ্চি স্ক্রিন থাকতে পারে। আর samsung galaxy s24 ultra তে নতুন ইভি ব্যাটারি প্রযুক্তি সঙ্গে উন্নত ব্যাটারি লাইফ থাকতে পারে বলেই খবর।
Leave a Reply