ভারতের বাজারে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে টাটা মোটরস্। এবার এই সংস্থার একটি গাড়ি লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। আর তা নিয় উত্তেজনা বেশ তুঙ্গে। জানা যাচ্ছে, টাটা মোটরসের নেক্সনের ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হতে চলেছে বাজারে। SUV গাড়ির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য ও জনপ্রিয় গাড়ি৷ ফিচার্স, পারফরম্যান্স থেকে সবকিছু একেবারে তুখোড়।
এই গাড়ির নতুন মডেল ভারতে আসতে চলেছে। মনে করা হচ্ছে গাড়িটি ভারতে উৎসবের মরশুমে লঞ্চ হতে পারে। তবে বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রকাশ্যে না এলেও গাড়িটির স্পাই ইমেজ ধরা পড়েছে। আর তা থেকেই বলা যায় গাড়িটিতে রয়েছে লাইট বার, ফ্রন্ট ফেসিয়া, স্প্লিট হেডল্যাম্প, নিউ গ্রিল, হেডলাইট ক্লাস্টার, এলইডি ডিআরএল। মনে করা হচ্ছে নতুন গাড়ির ইন্টেরিয়রে বেশ পরিবর্তন দেখা যেতে পারে।
এছাড়া থাকতে পারে বড় টাচস্ক্রীন, ড্যাশবোর্ড। এর পাশাপাশি পাবেন ১০.২৫ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম। জানা যাচ্ছে, গাড়িটি ইতিমধ্যে রাস্তায় পরীক্ষা করা হয়েছে। গাড়িটির ইঞ্জিন সম্বন্ধে বলতে গেলে এটিতে থাকবে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ১২০ হর্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। এছাড়া থাকবে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন।
এর সঙ্গে থাকবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন৷ চলতি বছরে উৎসবের মরশুম অর্থাৎ অক্টোবর কিংবা নভেম্বর মাসে ভারতের বাজারে হাজির হতে পারে এটি। দাম সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে বর্তমানে ভারতে টাটা নেক্সন গাড়ির দাম ৭.৯৯ লক্ষ টাকা থেকে শুরু এবং ১৪.৬০ লক্ষ টাকা পর্যন্ত এটির দাম। এই গাড়িটির দাম আনুমানিক এই দামের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply