September 30, 2023, 11:09 am
সম্প্রতি অস্ট্রেলিয়ার বাজারে দুটি নতুন বাইকের কথা ঘোষণা করলো ‘হার্লে-ডেভিডসন’। বাইকগুলির নাম ‘X350’ ও ‘X500’। জানা গিয়েছে, বাইকগুলি লঞ্চ হলে সরাসরি প্রতিযোগিতায় ফেলবে ‘Royal Enfield Classic 350’, ‘Interceptor 650’, ‘Honda Rebel 300’ এবং ‘Honda Rebel 500’এর মতো বাইকগুলিকে। যদি আমরা ডিজাইনের কথা বলি তাহলে সেটি ‘XR1200X’ দ্বারা অনুপ্রাণিত।
এই একই জিনিস তারা করেছিল ‘X440’এর ক্ষেত্রেও। নতুন মডেলগুলির পেছনের দিকে একটি ছোটো ফুয়েল ট্যাঙ্ক যোগ করা হয়েছে। এছাড়াও বাইকটির গোল হেডল্যাম্পে আপনি ‘রেট্রো-বাইক’এর ছাপ দেখতে পাবেন। ইঞ্জিন হিসেবে ‘X350’ বাইকে রয়েছে ৩৫৩ সিসি প্যারালাল টুইন লিক্যুইড কুল্ড ইঞ্জিন।
যেটি ৩৬ বিএইচপি শক্তি এবং ৩১ এনএম টর্ক উৎপন্ন করে। অন্যদিকে ‘X500’ বাইকে রয়েছে ৫০০ সিসির ইঞ্জিন। যা ৪৭ বিএইচপি শক্তি এবং ৪৬ এনএম টর্ক উৎপন্ন করে। দুটি বাইকই নিয়ন্ত্রিত হবে ৬ স্পীড গিয়ারবক্সের দ্বারা। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো যেহেতু বর্তমানে ভারতের বাজারে ‘X440’ রয়েছে, তাই এই দুটি বাইক ভারতের বাজারে লঞ্চ করা হবে না।
আরো একটি বিষয় হলো ২.৩০ লক্ষ টাকা দামের এই বাইকটি বর্তমানে তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। যেখানে ‘X350’ ও ‘X500’এর থেকে অনেক বেশি ফিচার দেওয়া হয়েছে। যা জানার পর এটাই স্পষ্ট হয় যে, ভারতের বাজারে নতুন দুটি বাইক যদি লঞ্চ হতো, তাহলেও ‘X440’এর চাহিদাই বেশি থাকতো গ্রাহকমহলে।
#বজর #ঝড় #তলব #হরলডভডসনর #এই #দই #ধমক #বইক #ফচরসর #কছ #হর #ভত #হব #Royal #Enfield #Newshost24 #Safar
Leave a Reply