September 21, 2023, 9:27 am
অ্যান্ড্রয়েড প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে যথেষ্ট নাম করেছে OnePlus. দুর্দান্ত হার্ডওয়্যার ও সফটওয়্যার অভিজ্ঞতার মেলবন্ধন একে করে তুলেছে অন্যতম জনপ্রিয় ফোন।। তবে কেবল প্রিমিয়াম রেঞ্জের নয়, এই কোম্পানির তালিকায় রয়েছে কিছু মিডরেঞ্জের ওপর।
আজকের প্রতিবেদনে দেখে নিন ওয়ান প্লাসের পাঁচটি সেরা স্মার্টফোনের তালিকা-
১)Oneplus nord CE2 light 5G
Display- কর্ণিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস প্রটেকশন সহ এসেছে ফোনের ডিসপ্লেটি।
প্রসেসর- অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। এটি এন্ড্রয়েড বারোভিত্তিক অক্সিজেনওএস ১২.১ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা- ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, দু মেগাপিক্সেল শ্যুটার, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি- ৫০০০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারি, ৩৩ ওয়াট সুপারভোগ চার্জিং সাপোর্টযুক্ত
২)oneplus Nord CE2
Display- কর্ণিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস প্রটেকশন, অ্যামোলেড সহ এসেছে ফোনের ডিসপ্লেটি।
প্রসেসর- জি68 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট। এটি এন্ড্রয়েড বারোভিত্তিক অক্সিজেনওএস ১১ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা- ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি- ৪৫০০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারি, 65 ওয়াট সুপারভোগ চার্জিং সাপোর্টযুক্ত
৩)oneplus Nord 2
Display- ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস, অ্যামোলেড সহ এসেছে ফোনের ডিসপ্লেটি।
প্রসেসর- অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০এআই প্রসেসর সহ এসছে।
ক্যামেরা- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আট মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, দুই মেগাপিক্সেল সেন্সর সহ ত্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি- ৪৫০০ এমএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
৪)Oneplus9 5G
Display- কর্ণিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেটি।
প্রসেসর- অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে।
ক্যামেরা- এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। ক্যামেরা গুলি হল 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দুই মেগাপিক্সেল মনোক্রম সেন্সর, সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি- 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৪৫০০ এমেএইচ ব্যাটারি।
৫)OnePlus 10R 5G
Display- গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস, অ্যামোলেড ডিসপ্লে।
প্রসেসর- অক্টাকর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর।
ক্যামেরা- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, দুই মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি- ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ পাঁচ হাজার এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
#বজর #কপচছ #OnePlusএর #এই #ধমকদর #৫ট #সমরটফন #কনট #কনল #বসট #হব #রইল #ডটলস #Newshost24 #Safar
Leave a Reply