1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বাজার কাঁপাতে আসছে সস্তার অ্যান্ড্রয়েড ফোন, পাবেন টাচস্ক্রিনের সঙ্গে কীপ্যাডের সুবিধা | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 5:11 am

বাজার কাঁপাতে আসছে সস্তার অ্যান্ড্রয়েড ফোন, পাবেন টাচস্ক্রিনের সঙ্গে কীপ্যাডের সুবিধা | Newshost24 Safar

বাজার কাঁপাতে আসছে সস্তার অ্যান্ড্রয়েড ফোন, পাবেন টাচস্ক্রিনের সঙ্গে কীপ্যাডের সুবিধা | Newshost24 Safar

বাজার কাঁপাতে আসছে সস্তার অ্যান্ড্রয়েড ফোন, পাবেন টাচস্ক্রিনের সঙ্গে কীপ্যাডের সুবিধা | Sangbad Safar
বাজার কাঁপাতে আসছে সস্তার অ্যান্ড্রয়েড ফোন, পাবেন টাচস্ক্রিনের সঙ্গে কীপ্যাডের

লো টু প্রিমিয়াম সব রকম রেঞ্জেরই এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। বিভিন্ন রকম ফিচারস দেওয়া হচ্ছে তাতে। যখনই কোনো কোম্পানি নতুন ফোন লঞ্চ করছে তখনই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য আনছে একের পর এক অত্যাধুনিক ফিচার্স ক্যামেরা কোয়ালিটি ইত্যাদি। কিন্তু কখনো কি দৃষ্টিশক্তিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভেবেছে কোন ফোন কোম্পানি?

এবার এই ধরনের মানুষের কথাই ভাবলো মার্কিন প্রযুক্তি সংস্থার রাজ মোবিলিটি। আনুষ্ঠানিকভাবে Smart vision 3 নামে একটি বিশেষ মোবাইল ফোন লঞ্চ করেছে এই সংস্থা যা দৃষ্টিশক্তিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উদ্দেশ্যেই নির্মিত। Kapsys নামক সংস্থা তৈরি এই ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেমন ফিজিক্যাল বাটন অফার করছে তেমনি থাকছে টাচ স্ক্রিন।

কি থাকবে এই ফোনের মধ্যে?

বিশেষভাবে ডিজাইন করা এই ফোনে ডান দিকে ডেডিকেটেড বাটন রয়েছে যা ভয়েস নিয়ন্ত্রিত কার্যকলাপের জন্য গুগল এসিস্ট্যান্ট এর দ্রুত একসেস এবং স্পিচ রিকগনিশনের মাধ্যমে টেক্সট ইনপুট প্রদান করে।

এরই পাশাপাশি ফোনটি কারেন্সি রেকগনাইসার, কালার ডিটেকটর, লাইট ডিটেক্টর এবং ম্যাগনিফায়ার সহ দৃষ্টি প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য তৈরি করা প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন সহ এসেছে। ফোনটিতে পাঁচটি এনএফসি ট্যাগ অন্তর্ভুক্ত রয়েছে যা ব্যবহারকারীদের বস্তু সনাক্ত করতে সাহায্য করে।

ফলে বোঝাই যাচ্ছে এই ফোনটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে দৃষ্টি শক্তি যাদের ক্ষীন বা যারা সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের ব্যবহার করতে কোন রকম সমস্যা হবে না।এমনকি স্মার্টফোনটিতে দৃষ্টিহীন ব্যবহারকারীদের জন্য একটি কাস্টম ওয়্যারলেস চার্জারও রয়েছে।

স্পেসিফিকেশন-

অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এতে ৩.৫ ইঞ্চি টাচ স্ক্রিন রয়েছে সাথে নিচের অংশে ফিজিক্যাল কিবোর্ড রয়েছে। একটি সাধারণ মানের পাঁচ মেগাপিক্সেলের ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে আর ব্যাক প্যানেলে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামের, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেখা যাবে।

ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। Smart vision 3 ফোনটির দাম রাখা হয়েছে ৪৪ হাজার ৫৭০ টাকা। বর্তমানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ মোবিলিটি অফিসিয়াল ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ তবে ভারতের বাজারে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।


#বজর #কপত #আসছ #সসতর #অযনডরযড #ফন #পবন #টচসকরনর #সঙগ #কপযডর #সবধ #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews