সম্প্রতি এবার শহুরে রাস্তার কথা মাথায় রেখে বিদ্যমান ইলেকট্রিক বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করলো জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘Tork Motors’। যেটি ‘Tork Kratos-R’ ইলেকট্রিক বাইকের নতুন মডেল ‘Tork Kratos-R Urban’। এতে একাধিক নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে, ফলে সেটি আগের থেকে অনেক ভালো অভিজ্ঞতা দেবে।
এতে রয়েছে ৪.০ কিলোওয়াট-আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারীপ্যাক। যা ১২.০৬ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে। সম্পূর্ণ চার্জে এই বাইকটি ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। যেখানে সর্বাধিক গতি থাকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। বিদ্যমান বাইকের মূলত তিনটি রাইডিং মোড রয়েছে। যেগুলি হলো ইকো, সিটি এবং স্পোর্টস। যদিও এই বাইকে শুধুমাত্র সিটি রাইড দেওয়া হয়েছে। এতে হোম চার্জিং সুবিধা থাকার ফলে সহজেই সেটিকে বাড়িতে চার্জ করে নেওয়া যাবে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো যারা এই মডেলটি কিনবেন তারা সম্পূর্ণ ফিচার ৩০ দিনের জন্যই ব্যবহার করতে পারবেন। পরে তাদের এই ফিচারগুলি পেতে হলে আরো ২০,০০০ টাকা খরচ করতে হবে। বাইকটি কেনার প্রথম ৬ মাস পর্যন্ত এই অফার উপলব্ধ রয়েছে।
রং: তিনটি রঙের বিকল্প রয়েছে। যেগুলি হলো মিডনাইট, স্ট্রিকি রেড এবং ওশিয়ানিক ব্লু।
দাম: ১.৬৭ লক্ষ টাকা।
Leave a Reply