SUV সেগমেন্টে দুর্দান্ত ডিজাইনের সাথে ভারতে আছে দারুন প্রযুক্তি। ভারতীয় অটোমেকার mahindra-এর হাত ধরে আসছে এটি। SUV মানে তো অনেকেই জানে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল সহজ ভাষায় উঁচু নিচু রাস্তা দিয়ে সহজে যেতে পারবে এমন বড়ো গাড়ি। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে এই ধরনের গাড়ির চাহিদায় বেড়েছে আর তার সাথে এই সময় যারা SUV গাড়ি কিনছেন তাদের প্রায় সকলেরই সানরুফ-এর প্রতি আগ্রহ বেশি।
এই চাহিদার কথা মাথায় রেখেই মাহিন্দ্রা লঞ্চ করতে চলেছে তাদের ফেসিলেটেড ভার্সন SUV XUV300. যে গাড়িতে দেওয়া হবে একটি অসাধারণ প্যানোরামিক সানরুফ। ইতিমধ্যে এই গাড়িটি লঞ্চ করার প্রস্তুতি শুরু করে ফেলেছে সংস্থা। কোম্পানির আশা এই কম্প্যাক্ট SUV এর দুনিয়ায় XUV300 এক ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসবে। এখনো পর্যন্ত বিভিন্ন রিপোর্ট থেকে যে খবর মিলেছে তাতে জানা যাচ্ছে XUV300 ফেসলিফটে আরো কিছু পরিবর্তন দেখা যাবে।
ডিজাইনের ক্ষেত্রে যেমন আধুনিক হবে গাড়িটি তেমনি গাড়ির অভ্যন্তরীণ অংশে অত্যাধুনিক ফিচার্স যুক্ত হবে। এর সাথে গাড়িতে একটি বড় টাচ স্ক্রিন ডিসপ্লে এবং উন্নত কানেক্টিভিটির অপশন সহ অত্যাধুনিক ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে। সেরকম আর তথ্য সামনে না এলেও মনে করা হচ্ছে এই নতুন গাড়িটির ইঞ্জিন কনফিগারেশন মূল মডেলের মতোই হবে।
এই SUV এর বর্তমান গাড়িটিতে দুটি ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল এবং একটি ১.৫ লিটার টার্বোডিজেল ইঞ্জিন পাওয়া যায়। যার কার্যক্ষমতা যথাক্রমে ১১০hp/২০০Nm, ১৩১hp/২৫০nm ও ১১৭hp/৩০০Nm. তিনটি ইঞ্জিনেই রয়েছে 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক গিয়ার বক্স। তবে নতুন গাড়িটি এটিএম এর বদলে একটি টর্ক কনভার্টার ইউনিট রাখতে পারে।
Leave a Reply