দেশে অন্যতম অ্যাপ ক্যাব সার্ভিস প্রদানকারী সংস্থা Ola. কিন্তু বিগত কয়েক বছর ধরে তাদের ইলেকট্রিক স্কুটার এর জন্য চর্চায় আছে এই সংস্থা। একের পর এক নিত্য নতুন ইলেকট্রিক স্কুটার এনে ইতিমধ্যে গ্রাহকদের নজর কেড়েছে সংস্থা।
আর ক্রমাগত সাফল্যের পর গ্রাহকদের ধামাকাদার সারপ্রাইজ দিলো সংস্থাটি। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসের দিন সংস্থা সামনে আনলো তাদের আরও চারটি নতুন স্কুটার, বাইক। স্কুটার এর পাশাপাশি এদিন নজর কাড়লো ক্রুজার, রোডস্টারের মতোন অত্যাধুনিক ব্যাটারি বাইক। চলুন দেখে নেওয়া যাক ইলেকট্রিক বাইক গুলিতে কি কি ফিচার্স রয়েছে-
ক্রুজার: লং রাইড হোক বা শহরের মধ্যে চালানো উভয়ের জন্যই আদর্শ এ বাইক। বাইকের চেহারা যেমন আধুনিক রেখেছে সংস্থা তেমনই একটি রিপোর্ট বলছে এর রেঞ্জ হতে চলেছে দারুন। ২০০থেকে ২৫০ কিলোমিটার রেঞ্জ পাবেন রাইডাররা। থাকবে কার্ভ টেল লাইট ও ডিস্ক ব্রেক।
অ্যাডভেঞ্চার- বাইক করে পাহাড় যাওয়া, বর্তমানে যুবসমাজের মধ্যে এই অন্যতম শখ দেখতে পাওয়া যাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই চালকদের দারুন অভিজ্ঞতা দিতে আনা হয়েছে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। যেখানে তেল ছাড়াই ব্যাটারি ফুল চার্জ দিয়ে যাওয়া যাবে অনেক পথ।
রোডস্টার- শহরতলীর মধ্যে ঘুরে বেড়ানোর জন্য আদর্শ ইলেকট্রিক বাইক হতে চলেছে ওলার রোডস্টার বাইকটি। রিপোর্ট থেকে জানা গেছে এটি দুই চাকায় মিলবে ডিস্ক ব্রেক ও চেইন ড্রাইভ সিস্টেম।
ডাইমন্ড হেড- সংস্থার সব থেকে দামি মোটরসাইকেল হতে চলেছে এটি। দুর্দান্ত লুকের সাথে এতে মিলবে অত্যাধুনিক ফিচার্স। যেমন ডিজিটাল ড্যাশবোর্ড, ডুয়াল ডিস্ক ব্রেক ইত্যাদি।
Leave a Reply