1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বাজার কাঁপাবে Mahindra-র নতুন অবতার, রাস্তায় নিয়ে বেরোলে হাঁ হয়ে দেখবে সবাই | Newshost24 Safar - Newshost24

September 21, 2023, 8:00 am

News Headline :
IPL-এর আগেই হয়ে গিয়েছে ধোনির ছেলের নামকরণ, কি হল মাহি পুত্রের নাম? দেখুন ভিডিও করোনা থেকে বাঁচতে খাদ্যতালিকায় অবশ্যই রাখবেন যে ৫ খাবার Share market: সেনসেক্স ও নিফটির বড় সড় ধস, একদিনে গায়েব ২ লক্ষ কোটি টাকা Puja Bonus: পুজোর আগেই মিলবে বোনাস! কত টাকা বোনাস পাবে সরকারি কর্মীরা? India-Canada Trade: ভারত-কানাডার বাণিজ্য নিয়ে আশঙ্কা! এর মূলে রয়েছে নিজ্জর হত্যা ম্যানেজার পদে চাকরি দিচ্ছে এস আলম গ্রুপ Mia Khalifa: কিছু ভুল ক্ষমার অযোগ্য! পূর্ব কাজে লজ্জিত মিয়া খিলিফা Chanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্যChanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্য LIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টদের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকারLIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকার Nipah Virus: রাজ্যের নিপা ভাইরাসের হানা, আক্রান্ত হলেন এক যুবক

বাজার কাঁপাবে Mahindra-র নতুন অবতার, রাস্তায় নিয়ে বেরোলে হাঁ হয়ে দেখবে সবাই | Newshost24 Safar

বাজার কাঁপাবে Mahindra-র নতুন অবতার, রাস্তায় নিয়ে বেরোলে হাঁ হয়ে দেখবে সবাই | Newshost24 Safar

বাজার কাঁপাবে Mahindra-র নতুন অবতার, রাস্তায় নিয়ে বেরোলে হাঁ হয়ে দেখবে সবাই | Sangbad Safar
বাজার কাঁপাবে Mahindra র নতুন অবতার, রাস্তায় নিয়ে বেরোলে হাঁ হয়ে

চড়াই উতরাই পেরিয়ে পৌঁছে দেবে যেকোনো ডেস্টিনেশনে..এমন চাহিদার কথা এলেই যে নাম সামনে আসে তা হলো Mahindra Thar. পাহাড়ি রাস্তা কর্দমাক্ত বা পিচ্ছিল পথ এই গাড়ি দাপটের সঙ্গে যে কোন রাস্তায় পাড়ি দিতে সক্ষম। পূর্বেই অফরোডার গাড়ির সেগমেন্টে Mahindra Thar মন জয় করেছে গ্রাহকদের। তবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের আরো এক বড়সড়ো উপহার দিল এই সংস্থা।

স্বাধীনতা দিবসের দিনই মাহিন্দ্রা ও মাহিন্দ্রা উন্মোচন করেছে তাদের জনপ্রিয় এসইউভি Thar এর electric version. এটি Thar.e নামে কনসেপ্ট ভার্সনে হাজির হয়েছে। যার স্টাইলিং করা হয়েছে ফিউচিরিস্টিক।

Electric Mahindra Thar: মাহিন্দ্রা নিশ্চিত করেছে যে থার ইলেকট্রিক SUV তাদের নতুন INGLO-P1 EV প্লাটফর্ম এর উপর ভিত্তি করে আসছে। গাড়িটি যেমন স্টাইলিশ হতে চলেছে তেমনি রেঞ্জ দিতে চলেছে দারুন। অল হুইল ড্রাইভ টেকনোলজি সহ Thar.e বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করবে।

ডিজাইন: গাড়িটির সামনে থাকবে বর্গাকৃতি এলইডি হেডলাইট, গ্রিলের সাথে এলইডি বার, পেছনে ব্ল্যাক ক্লোজ আউট গ্রিলে Thar.e ব্যাজিং। অফরোডিং এর জন্য দুর্দান্ত গাড়ি হতে চলেছে এটি। এখনো পর্যন্ত এর থেকে বেশি তথ্য সামনে আসেনি তবে আশা করা হচ্ছে গাড়িটির প্রোডাকশন ভার্সন ২০২৫ সালের মধ্যে প্রস্তুত হয়ে যেতে পারে।

উল্লেখ্য, এখন যে থার-টি বর্তমান সেটি দুটি ইঞ্জিনে উপলব্ধ। তারমধ্যে প্রথমটি ২.০ লিটার পেট্রল ইঞ্জিনে উপলব্ধ যা থেকে উৎপাদিত টর্কের পরিমাণ 300 nm এবং শক্তি উৎপন্ন হয় ১৫২ এইচপি। অপরদিকে এর ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের আউটপুট ১৩০ এইচ পি এবং ৩০০এমএম টর্ক।


#বজর #কপব #Mahindraর #নতন #অবতর #রসতয় #নয় #বরল #হ #হয় #দখব #সবই #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews