চড়াই উতরাই পেরিয়ে পৌঁছে দেবে যেকোনো ডেস্টিনেশনে..এমন চাহিদার কথা এলেই যে নাম সামনে আসে তা হলো Mahindra Thar. পাহাড়ি রাস্তা কর্দমাক্ত বা পিচ্ছিল পথ এই গাড়ি দাপটের সঙ্গে যে কোন রাস্তায় পাড়ি দিতে সক্ষম। পূর্বেই অফরোডার গাড়ির সেগমেন্টে Mahindra Thar মন জয় করেছে গ্রাহকদের। তবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গ্রাহকদের আরো এক বড়সড়ো উপহার দিল এই সংস্থা।
স্বাধীনতা দিবসের দিনই মাহিন্দ্রা ও মাহিন্দ্রা উন্মোচন করেছে তাদের জনপ্রিয় এসইউভি Thar এর electric version. এটি Thar.e নামে কনসেপ্ট ভার্সনে হাজির হয়েছে। যার স্টাইলিং করা হয়েছে ফিউচিরিস্টিক।
Electric Mahindra Thar: মাহিন্দ্রা নিশ্চিত করেছে যে থার ইলেকট্রিক SUV তাদের নতুন INGLO-P1 EV প্লাটফর্ম এর উপর ভিত্তি করে আসছে। গাড়িটি যেমন স্টাইলিশ হতে চলেছে তেমনি রেঞ্জ দিতে চলেছে দারুন। অল হুইল ড্রাইভ টেকনোলজি সহ Thar.e বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করবে।
ডিজাইন: গাড়িটির সামনে থাকবে বর্গাকৃতি এলইডি হেডলাইট, গ্রিলের সাথে এলইডি বার, পেছনে ব্ল্যাক ক্লোজ আউট গ্রিলে Thar.e ব্যাজিং। অফরোডিং এর জন্য দুর্দান্ত গাড়ি হতে চলেছে এটি। এখনো পর্যন্ত এর থেকে বেশি তথ্য সামনে আসেনি তবে আশা করা হচ্ছে গাড়িটির প্রোডাকশন ভার্সন ২০২৫ সালের মধ্যে প্রস্তুত হয়ে যেতে পারে।
উল্লেখ্য, এখন যে থার-টি বর্তমান সেটি দুটি ইঞ্জিনে উপলব্ধ। তারমধ্যে প্রথমটি ২.০ লিটার পেট্রল ইঞ্জিনে উপলব্ধ যা থেকে উৎপাদিত টর্কের পরিমাণ 300 nm এবং শক্তি উৎপন্ন হয় ১৫২ এইচপি। অপরদিকে এর ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের আউটপুট ১৩০ এইচ পি এবং ৩০০এমএম টর্ক।
Leave a Reply