খুব শীঘ্রই ‘বাজাজ পালসার’এর প্রতিদ্বন্দ্বী বাইক আনতে চলেছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘হণ্ডা’। ইতিমধ্যেই এই সংস্থার কাছে একাধিক সেগমেন্টের বাইক রয়েছে। সেরকমই এবার তার ১৬০-১৮০ সিসি ইঞ্জিনের নতুন বাইক আনবে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই এই বাইকের টিজার প্রকাশ্যে এসেছে। যা দেখার পর এটাই স্পষ্ট হয়েছে যে এটিতে মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এছাড়াও ট্যাংকের দু’পাশের কিছুটা বর্ধিত অংশ রয়েছে যা বাইকটিকে স্পোর্টি লুক দিয়েছে।
শুধু তাই নয় আমরা যদি প্রিমিয়াম বৈশিষ্ট্য দেখি তাহলে পেছনের দিকে টেইল লাইটও দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এতে ১৬২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হবে। যেখান থেকে উচ্চমানের শক্তি এবং টর্ক উৎপন্ন হবে।
যদিও এই বাইক সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তাই সেগুলি জানতে আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের। তবে বর্তমানে যেহেতু এই সেগমেন্টের বাইকের জনপ্রিয়তা অনেকটাই বেশি, তাইতো মনে করা হচ্ছে বাইকটি লঞ্চ হলে সেটি প্রতিযোগিতায় ফেলবে অন্যান্য সংস্থার বাইকদের।
Leave a Reply