শক্তিশালী ইঞ্জিন হোক বা স্টাইলিশ চেহারা, টিভিএস মোটর তার বাইকগুলির ক্ষেত্রে কোন কিছুতেই খামতি রাখে না। ইতিমধ্যে নিজেদের বাইক গুলিকে আরো আপডেট করতে BMW এর সাথেও হাত মিলিয়েছে TVS MOTOR. এরই পাশাপাশি টিভিএস আনতে চলেছে আরো এক নতুন বাইক, পুজোর আগেই সুখবর দিতে চলেছে এই সংস্থা।
গত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে তাদের ৩০০সিসির নতুন মোটরসাইকেল। জানা যাচ্ছে আসন্ন এই বাইকটির নাম TVS Apache RTR 310. আগামী মাসে অর্থাৎ 6 সেপ্টেম্বর ভারতের বাজারে হাজির করা হবে এটি। অর্থাৎ এবার পুজো যারা একটি নতুন বাইকের সাথে সেলিব্রেট করতে চাইছিলেন তাদের জন্য দারুন অপশন সামনে আসছে।
জানা গেছে স্ট্রিট ফাইটার গোত্রের এই মোটরসাইকেল তার সহোদর Apache RR310 এর সমান platform এর উপর ভিত্তি করে আসতে চলেছে। ফলে লুক ও বৈশিষ্ট্যের দিক থেকে এই মডেলের মধ্যে বেশকিছু সাদৃশ্য দেখা যেতে পারে।
TVS Apache RTR 310:
ইতিমধ্যে ভারতের রাস্তায় একাধিকবার টেস্টিং চালাতে দেখা গেছে। যেখান থেকে ধরা পড়েছে এতে থাকবে ডুয়েল চ্যানেল এবিএস, একাধিক রাইডিং মোড এবং এডজাস্টেবল সাসপেনশন।
যে তথ্য উঠে আসছে তাতে ধারণা করা হচ্ছে এতে Apache RR310 এর মতই ৩১২ সিসির রিভার্স ইনক্লাইন্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা থেকে আউটপুটের পরিমাণ ৩৩.৫ এইচপি শক্তি এবং ২৭.৩ এমএম টর্ক।
দাম-
এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে এর নাম সামনে আসেনি তবে সম্ভাব্য তথ্য বলছে এর দাম রাখা হতে পারে ২.৫ লাখ টাকা। যারা স্ট্রিটফাইটার বাইকপ্রেমী তাদের মন কাড়তে চলেছে TVS Apache RTR 310. অত্যাধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন এবং আগ্রাসী ডিজাইনের সমন্বয়ে এই মিড রেঞ্জের বাইক গ্রাহকদের নিরাশ করবে না বলেই আশা। লঞ্চের পর প্রতিপক্ষদের সাথে লড়াই কতটা এগিয়ে থাকবে এই বাইক এখন তাই দেখার।
Leave a Reply