1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বাজার তোলপাড় করতে আসছে ৩১০ সিসির দুর্ধর্ষ Apache বাইক, সস্তায় মিলবে জম্পেশ ফিচারস | Newshost24 Safar - Newshost24

September 21, 2023, 9:09 am

News Headline :
এইচএসসি পাসে এসএমসিতে চাকরি, আবেদন অনলাইনে IPL-এর আগেই হয়ে গিয়েছে ধোনির ছেলের নামকরণ, কি হল মাহি পুত্রের নাম? দেখুন ভিডিও করোনা থেকে বাঁচতে খাদ্যতালিকায় অবশ্যই রাখবেন যে ৫ খাবার Share market: সেনসেক্স ও নিফটির বড় সড় ধস, একদিনে গায়েব ২ লক্ষ কোটি টাকা Puja Bonus: পুজোর আগেই মিলবে বোনাস! কত টাকা বোনাস পাবে সরকারি কর্মীরা? India-Canada Trade: ভারত-কানাডার বাণিজ্য নিয়ে আশঙ্কা! এর মূলে রয়েছে নিজ্জর হত্যা ম্যানেজার পদে চাকরি দিচ্ছে এস আলম গ্রুপ Mia Khalifa: কিছু ভুল ক্ষমার অযোগ্য! পূর্ব কাজে লজ্জিত মিয়া খিলিফা Chanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্যChanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্য LIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টদের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকারLIC Agent: এলআইসি-র কর্মী ও এজেন্টের জন্য একাধিক কল্যানমূলক ব্যবস্থা ঘোষণা করলো মোদী সরকার

বাজার তোলপাড় করতে আসছে ৩১০ সিসির দুর্ধর্ষ Apache বাইক, সস্তায় মিলবে জম্পেশ ফিচারস | Newshost24 Safar

বাজার তোলপাড় করতে আসছে ৩১০ সিসির দুর্ধর্ষ Apache বাইক, সস্তায় মিলবে জম্পেশ ফিচারস | Newshost24 Safar

বাজার তোলপাড় করতে আসছে ৩১০ সিসির দুর্ধর্ষ Apache বাইক, সস্তায় মিলবে জম্পেশ ফিচারস | Sangbad Safar
বাজার তোলপাড় করতে আসছে ৩১০ সিসির দুর্ধর্ষ Apache বাইক, সস্তায়

শক্তিশালী ইঞ্জিন হোক বা স্টাইলিশ চেহারা, টিভিএস মোটর তার বাইকগুলির ক্ষেত্রে কোন কিছুতেই খামতি রাখে না। ইতিমধ্যে নিজেদের বাইক গুলিকে আরো আপডেট করতে BMW এর সাথেও হাত মিলিয়েছে TVS MOTOR. এরই পাশাপাশি টিভিএস আনতে চলেছে আরো এক নতুন বাইক, পুজোর আগেই সুখবর দিতে চলেছে এই সংস্থা।

গত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে তাদের ৩০০সিসির নতুন মোটরসাইকেল। জানা যাচ্ছে আসন্ন এই বাইকটির নাম TVS Apache RTR 310. আগামী মাসে অর্থাৎ 6 সেপ্টেম্বর ভারতের বাজারে হাজির করা হবে এটি। অর্থাৎ এবার পুজো যারা একটি নতুন বাইকের সাথে সেলিব্রেট করতে চাইছিলেন তাদের জন্য দারুন অপশন সামনে আসছে।

জানা গেছে স্ট্রিট ফাইটার গোত্রের এই মোটরসাইকেল তার সহোদর Apache RR310 এর সমান platform এর উপর ভিত্তি করে আসতে চলেছে। ফলে লুক ও বৈশিষ্ট্যের দিক থেকে এই মডেলের মধ্যে বেশকিছু সাদৃশ্য দেখা যেতে পারে।

TVS Apache RTR 310:

ইতিমধ্যে ভারতের রাস্তায় একাধিকবার টেস্টিং চালাতে দেখা গেছে। যেখান থেকে ধরা পড়েছে এতে থাকবে ডুয়েল চ্যানেল এবিএস, একাধিক রাইডিং মোড এবং এডজাস্টেবল সাসপেনশন।
যে তথ্য উঠে আসছে তাতে ধারণা করা হচ্ছে এতে Apache RR310 এর মতই ৩১২ সিসির রিভার্স ইনক্লাইন্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা থেকে আউটপুটের পরিমাণ ৩৩.৫ এইচপি শক্তি এবং ২৭.৩ এমএম টর্ক।

দাম-

এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে এর নাম সামনে আসেনি তবে সম্ভাব্য তথ্য বলছে এর দাম রাখা হতে পারে ২.৫ লাখ টাকা। যারা স্ট্রিটফাইটার বাইকপ্রেমী তাদের মন কাড়তে চলেছে TVS Apache RTR 310. অত্যাধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন এবং আগ্রাসী ডিজাইনের সমন্বয়ে এই মিড রেঞ্জের বাইক গ্রাহকদের নিরাশ করবে না বলেই আশা। লঞ্চের পর প্রতিপক্ষদের সাথে লড়াই কতটা এগিয়ে থাকবে এই বাইক এখন তাই দেখার।


#বজর #তলপড় #করত #আসছ #৩১০ #সসর #দরধরষ #Apache #বইক #সসতয় #মলব #জমপশ #ফচরস #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews