মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। যোগাযোগ থেকে শুরু করে বিনোদন সবেতেই স্মার্টফোনের ভূমিকা অপরিসীম। যদিও অনেক সময় দেখা যায় স্মার্টফোনের দাম বেশি থাকার কারণে সেটি কেনার আগে ভাবনা-চিন্তা করতে হয়। তবে আজ আমরা কমদামী বেশ কয়েকটি স্মার্টফোনের তথ্য নিয়ে এসেছি। যেগুলি ৯,০০০ টাকার কমেই আপনি কিনতে পারবেন। বর্তমানে এই ফোনগুলি ‘অ্যামাজন’এ ভীষণই কমদামে উপলব্ধ রয়েছে।
Samsung Galaxy M04- এতে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে রয়েছে অক্টাকোর MediaTek Helio। সাথে ৪ জিবি র্যাম। ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৫০০০ mAh ব্যাটারী। ফোনটির দাম ৬,৯৯৯ টাকা।
Tecno Spark 9- এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশরেটযুক্ত ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসের হিসেবে রয়েছে অক্টাকোর MediaTek Helio G37। পাবেন ৩ জিবি র্যাম। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা। ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ সামলাতে রয়েছে ৫০০০ mAh ব্যাটারী। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। ফোনের দাম ৭,৯৯৯ টাকা।
Redmi 12C- এতে রয়েছে ৬০হার্টজ রিফ্রেশরেটযুক্ত ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে রয়েছে অক্টাকোর MediaTek Helio G85। সাথে পেয়ে যাবেন ৪ জিবি র্যাম। ক্যামেরা দেখতে গেলে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপ সামলাতে রয়েছে ৫০০০ mAh ব্যাটারী। এই ফোনটির দাম ৭,৭৯৯ টাকা।
POCO M5-এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশরেটযুক্ত ৬.৫৮ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসের হিসেবে পাবেন অক্টাকোর MediaTek Helio G99। রয়েছে ৪ জিবি র্যাম। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা। সাথে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সাথে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী। ফোনটির দাম ৮,৪৯৯ টাকা।
Realme Narzo N53- এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশরেটযুক্ত ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসের হিসেবে পাবেন অক্টাকোর Unisoc T612। সাথে রয়েছে ৪ জিবি র্যাম। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। পাবেম ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ৫০০০ mAh ব্যাটারী। এই ফোনটির দাম ৮,৯৯৯ টাকা।
Leave a Reply