1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বাজেট কম? শক্তিশালী ক্যামেরার সঙ্গে সস্তায় কিনুন এই ৫টি স্মার্টফোন, রইল ডিটেলস | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:58 am

বাজেট কম? শক্তিশালী ক্যামেরার সঙ্গে সস্তায় কিনুন এই ৫টি স্মার্টফোন, রইল ডিটেলস | Newshost24 Safar

বাজেট কম? শক্তিশালী ক্যামেরার সঙ্গে সস্তায় কিনুন এই ৫টি স্মার্টফোন, রইল ডিটেলস | Newshost24 Safar

বাজেট কম? শক্তিশালী ক্যামেরার সঙ্গে সস্তায় কিনুন এই ৫টি স্মার্টফোন, রইল ডিটেলস | Sangbad Safar
বাজেট কম? শক্তিশালী ক্যামেরার সঙ্গে সস্তায় কিনুন এই ৫টি স্মার্টফোন,

নতুন প্রজন্ম স্মার্টফোনে গেমের উপর বেশ নির্ভরশীল। মোবাইল গেম নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছে সময় কাটানোর এলটি উপযুক্ত মাধ্যম। আজকের প্রতিবেদনে এমন কিছু স্মার্টফোন নিয়ে আলোচনা করা হল যার মাধ্যমে গেম খেললে ব্যবহারকারীর আগ্রহ আরও বাড়বে। এই তালিকায় রইল পাঁচটি স্মার্টফোন যার স্পেসিফিকেশন, ডিজাইন সহ ইত্যাদি সুবিধা রয়েছে। এছাড়া স্মার্টফোনগুলি সামর্থ্যের মধ্যে রয়েছে।

OnePlus Nord CE3: তালিকার প্রথম স্মার্টফোন হল OnePlus Nord CE3। স্মার্টফোনটি যেমন বাজেটের মধ্যে তেমনই গেমিং-এর জন্য আদর্শ একটি স্মার্টফোন। স্মার্টফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। স্মার্টফোনে রয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চ হওয়ার পর থেকে এটির দাম ৩০,০০০ টাকা।

Xiaomi Redmi 12: তালিকার দ্বিতীয় স্মার্টফোনটি হল Xiaomi Redmi 12। আগস্ট মাসে এটি বাজারে আসতে চলেছে। এটির বেস ভ্যারিয়েন্টে রয়েছে ৪ জিবি র‍্যাম ও আটেকটি ভ্যারিয়েন্ট ৮ জিবি র‍্যাম। এটির প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। স্মার্টফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে যা ব্যবহারকারীকে গেমিং-এ নতুন অভিজ্ঞতা জোগায়। ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ ১৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Realme GT Neo 5: কম দামে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন হল Realme GT Neo 5। আগামী মাসেই এটি বাজারে লঞ্চ হতে চলেছে। এটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে চলেছে। ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি ভ্যারিয়েন্টে এটি আসতে চলেছে। এছাড়া রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন১ প্রসেসর। ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৫০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে।

vivo Y78 plus: এটি একটি দুর্দান্ত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যাতে রয়েছে একাধিক সুবিধা। এটিতে রয়েছে ৮ ও ১২ জিবি র‍্যাম ও ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। গেমিং-এর জন্য এটি আদর্শ স্মার্টফোন। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪৪ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। স্মার্টফোনে রয়েছে ৯০Hz ডিসপ্লে। গেমিং-এর জন্য একটি আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন।

Realme 11: এটিও একটি আসন্ন বাজেট ফ্রেন্ডলি গেমিং স্মার্টফোন। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি। মিডিয়াটেক হেলিও প্রসেসর রয়েছে এতে। এতে রয়েছে ৯০Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে যা গেমিং-এ অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ৫০০০ এমএএইচ ব্যাটারি ও তার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।


#বজট #কম #শকতশল #কযমরর #সঙগ #সসতয় #কনন #এই #৫ট #সমরটফন #রইল #ডটলস #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews