সম্প্রতি ডুকাটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন রনবীর সিং। অভিনেতা বলিউডে যে ইতিমধ্যে বেশ পসার জমিয়ে ফেলেছেন তা আর নতুন করে বলার কিছু নেই। অভিনয় যেমন তার পেশা তেমনই তার আরেকটি নেশা রয়েছে। এহেন উচুমানের অভিনেতার বাড়ির গ্যারেজ যে নামি-দামি গাড়িতে ভরা থাকবে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে আজকের প্রতিবেদনে রইল এমন কিছু গাড়ির সন্ধান যা রয়েছে রনবীরের গ্যারেজে
Lamborghini Urus Pearl Capsule: বেশ জনপ্রিয় গাড়ি এটি। উচ্চবিত্তদের গ্যারেজে এই গাড়ির দেখা পাওয়া যায়। গাড়িটি ২০১৯ সালে লঞ্চ করা হয়েছিল। এরপর সুপার স্পোর্ট এসইউভি গাড়িটির পার্ল ক্যাপসুল এডিশন বাজারে লঞ্চ হয়। গাড়িতে রয়েছে ৪ লিটার V8 টুইন টার্বো চার্জ পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৪১ বিএইচপি এবং সর্বোচ্চ ৮৫০ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি সাধারণ অবস্থা থেকে ১০০ কিমি গতি তুলতে সময় নেয় ৩.৬ সেকেন্ড। প্রতি ঘন্টায় গাড়িটির বেগ ৩৫০ কিমি। গাড়িটির দাম ৩.৪৩ কোটি টাকা।
Aston Martin Rapide S: রনবীর তার ৩২তম জন্মদিনে এই গাড়িটি কেনেন। গাড়িতে রয়েছে ৬ লিটারের V12 পেট্রল ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৫৫২ বিএইচপি পাওয়ার ও সর্বোচ্চ ৬২০ এনএম টর্ক উৎপন্ন করে। গাড়িটি জনপ্রিয় স্লিক ও উন্নত এয়ারোডায়নামিক ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য। এটির দাম ৩.২৯ কোটি টাকা।
Range Rover Vogue: এই গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.৩৮ কোটি টাকা। আরামদায়ক ও বিলাসবহুল গাড়ি হিসেবে এটি বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৩ লিটারের V6 ডিজেল ইঞ্জিন যা ২৪৪ বিএইচপি শক্তি এবং ৬০০ এনএম টর্ক উৎপন্ন করে।
Mercedes-Maybach GLS 600 4Matic: এই গাড়িটি বলিউডের অনেক তারকার রয়েছে। এতে রয়েছে ৪ লিটার V8 বাই টার্বো ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৫৪২ বিএইচপি শক্তি এবং সর্বোচ্চ ৭৩০ এনএম টর্ক উৎপাদন করে।এছাড়া এতে রয়েছে 9G Tronic অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। সাধারণ অবস্থা থেকে এটি ১০০ কিমি বেগ নিতে সময় নেয় ৪.৯ সেকেন্ড। এটির মাইলেজ প্রতি ঘন্টায় ২৫০ কিমি। এই গাড়িটির দাম ২.৮ কোটি টাকা।
Ariel Motorcycle: অভিনেতা চার চাকা গাড়ি ছাড়াও নিজের গ্যারেজে রেখেছেন বাইক। ‘লুটেরা’ সিনেমায় অভিনয় করার সময় কলকাতার একটি পুরনো মোটরসাইকেল সংরক্ষণ কেন্দ্র থেকে বাইকটি সংগ্রহ করা হয়। এরপর অভিনয় চলাকালীন রনবীর বাইকটির প্রতি একাত্ম হয়ে ওঠেন তাকে বাইকটি উপহার হিসেবে দেওয়া হয়। বাইকের কোম্পানি ১৯৭০ সালে ভারত থেকে চলে গিয়েছে। তবে প্রযোজক সংস্থার দৌলতে রনবীর মূল্যবান বাইকটি নিজের কাছে রেখে দিয়েছেন।
Leave a Reply