নিত্য প্রয়োজনের সুবাদে বেশিরভাগ মানুষের চান সস্তার মধ্যে বেশি মাইলেজ দেবে এমন বাইক। আর এমন বৈশিষ্ট্যের কথা বললেই সবার প্রথমে নাম আসে হিরো মোটকর্পের। এই সংস্থার তরফে ইতিমধ্যেই সাধ্যের মধ্যে দারুন ফিচার্স যুক্ত মোটরবাইক আনা হয়েছে। তবে এখনো এই সংস্থার জনপ্রিয় এক বাইক হিরো প্যাশন। যির নাম বছরের পর বছর মুখে ঘোরে।
বিএস6 এর কড়াকড়ি হওয়ার ফলে কয়েক বছর আগে হিরো প্যাশন প্লাস বন্ধ হয়ে গেলেও ফের এবার এই বাইকের রি এন্ট্রি হয়েছে দেশে। চলুন দেখা যাক কি বিশেষত্ব রয়েছে Hero Passion plus 125-এ। এই বাইকটি একটি ১২৫ সিসি ইঞ্জিন দিয়ে সজ্জিত। যা কেবল একটি মসৃন যাত্রায় প্রদান করবে তা নয় সাথে দেবে দারুন অভিজ্ঞতা।
মাইলেজের কথা বললে খবর মিলেছে মাইলেজ 70kmpl. তবে হ্যাঁ প্রকৃত মাইলেজ রাইডারের ওজন, রোড কন্ডিশন, ফুয়েল কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। এরই পাশাপাশি ফিচারস এর কথা বললে এতে যুক্ত রয়েছে ডিজিটাল ডিসপ্লে, চার্জিং পয়েন্ট, ব্লুটুথ কানেক্টিভিটির মতো উন্নত বৈশিষ্ট্য।
দাম- তবে এই ধরনের গাড়িতে সব থেকে বিচারের বিষয় এর দাম। এর দাম প্রতিযোগিতামূলক হবে বলেই আশা করা হচ্ছে। কারণ Hero Passion plus 125-এর দাম শুরু হচ্ছে ৭৩ হাজার ৯০০ টাকা থেকে। ফলে যারা স্বল্প মূল্যে একটি দারুন বাইকের খোঁজ করছিলেন তাদের জন্য দারুন বিকল্প হতে পারে এটি। কারণ বাজারে অন্যান্য ১২৫ সিসির বাইকের দাম এর থেকে বেশি থাকবে।
Leave a Reply