September 21, 2023, 9:51 am
প্রতিটি মানুষের IQ থাকে। তবে কম কিংবা বেশি হবার কারণে বিশেষ সমস্যা হয়। সরকারি চাকরির পরীক্ষা থেকে সাধারণ জীবন যাত্রায় সকল কাজে IQ খুবই দরকারি। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) প্রশ্নের উত্তর দিতে গেলে উপস্থিত বুদ্ধি ও IQ থাকা বাঞ্চনীয়। এবার আপনাকেও নিজের IQ টেস্ট দিতে হবে। ফটোর মধ্যে থেকে সংকেতের মাধ্যমে খুঁজে বের করতে হবে একটি বিখ্যাত সবজির গাছের নাম। কি পারবেন তো? সেই কারণেই আজকে মজাদার একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি।
ছবিতে দুটি সাংকেতিক চিহ্ন আছে। সেখান থেকে আপনাকে তার নাম খুঁজে বের করতে হবে। প্রথমেই আছে একটি ডিম। আর ঠিক তার পাশে আছে একটি গাছের ফটো। এবার এই ফটোর থেকে দুটি সংকেত মিলিয়ে বের করবেন সেই গাছের নাম। নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পারছেন উত্তর কি হতে চলেছে। আপনার এই IQ টেস্টের উত্তর দিতে গিয়ে ৯৯% মানুষই ব্যর্থ হয়েছেন।
ছবির ধাঁধা : অনেকগুলি ’15’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ̵
চোখের পরীক্ষা : ছবিতে এতগুলি ‘MOUSE’-এর ভিড়ে খুঁজে দেখান
চোখের পরীক্ষা: এতগুলো ‘MUG’ এর ভিড়ে লুকিয়ে আছে একটি শব্দ ‘HUG’, খুঁজ
Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?
বুদ্ধির খেলা : 8+3=3, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, 30 সেকেন্ডে সমা
বুদ্ধির খেলা: ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি সবজির নাম, ১০ সেকেন
অঙ্কের ধাঁধা : 67, 68, 76, 103, 167, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গ
চোখের ধাঁধা : আপনার দৃষ্টিশক্তি ১০/১০ হলে ‘5’-এর ভিড়ে খুঁ
Interview Question : কি সেই জিনিস যা মেয়েরা বিয়ের আগে করলে সমাজে বদন
চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘T’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি
এবার আপনার পালা সেই ১% মানুষের মধ্যে নিজের নাম লেখানোর। এর জন্য ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে। কি আপনি পারবেন তো? প্রতিবেদনের নিচে আমরা উত্তর বলে দেবো। তবে তার আগে আপনাকে সেই বিখ্যাত ক্রিকেটারের নাম বলতে হবে।
তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হলো।
সময় এগিয়ে চলেছে খুব তাড়াতাড়ি।
৫
৪
৩
২
১
সময় শেষ। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে প্রথম সংকেত আছে একটি ডিম যাকে ইংরেজিতে বলা হয় ‘Egg‘। দ্বিতীয়তে আছে একটি গাছের ফটো যাকে ইংরেজিতে Plant বলা হয়। দুটি একসাথে করলে দাঁড়াচ্ছে Egg + Plant = Eggplant অর্থাৎ বাংলায় যাকে বলে বেগুন গাছ। সহজ অথচ বুদ্ধির এই খেলায় কার্যত হিমশিম খাচ্ছেন সকলে। আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে IQ খুবই উচ্চ ও আপনি একজন ‘জিনিয়াস’ তা বলতে কোনো দ্বন্দ্ব নেই।
#বদধর #খল #ছবত #সকত #দয #বঝন #হযছ #একট #সবজর #নম #১৫ #সকনড #বলত #পরলই #আপন #জনযস #Newshost24
Leave a Reply