September 26, 2023, 9:32 am
আগের বিভিন্ন প্রতিবেদনে আপনারা ফটোর মধ্যে থেকে সাংকেতিক চিহ্নর মাধ্যমে সবজি থেকে ফল বিভিন্ন কিছুর নাম খুঁজে বের করেছিলেন। এই বিশেষ খেলা আপনাদের সাধারন ভাবেই মন মাতিয়ে তুলেছিলো। অনেকেই আবার বলেছিলেন পুনরায় এই খেলা আমাদের প্রতিবেদনের মাধ্যমে নিয়ে আসার কথা। তাই আবারো আমরা কিন্তু সেই বিশেষ খেলা নিয়েই হাজির হয়েছি। আজও আপনাদের এক নয় বরং তিনটি সাংকেতিক চিহ্নর (Emoji Puzzle) মধ্যে থেকে বের করে তাঁর উত্তর দিতে হবে।
প্রথম ছবিতে দেখুন, একটা ইমোজি দেখা যাচ্ছে একটি মৌমাছির। তারপরেই আছে ইংরেজিতে লেখা ‘T’। আর সর্বশেষ আছে গাছের মূলের ফটো। আপনার কাছে আছে ১০ সেকেন্ড। সেই সময়ের মধ্যেই উত্তর দিতে হবে। এই সময়ে আপনি উত্তর খুঁজতে থাকুন। বুদ্ধি থাকলেই কার্যত উত্তর দিতে পারবেন খুব সহজেই। ইতিমধ্যেই আপনাকে দেওয়া ১০ সেকেন্ড সময় কিন্তু শুরু হয়ে গেছে।
অঙ্কের ধাঁধা : 67, 68, 76, 103, 167, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গ
চোখের ধাঁধা : আপনার দৃষ্টিশক্তি ১০/১০ হলে ‘5’-এর ভিড়ে খুঁ
Interview Question : কি সেই জিনিস যা মেয়েরা বিয়ের আগে করলে সমাজে বদন
চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘T’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি
বুদ্ধির খেলা : সংকেত দেখে বলতে হবে ছবিতে কোন সবজির কথা বোঝানো হয়েছে,
বুদ্ধির খেলা : 9+1=0, একটি কাঠি সরালেই মিলবে অংক, 15 সেকেন্ড সমাধান কর
চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘T’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি
বুদ্ধির খেলা: 6-6=8, একটি মাত্র কাঠি সরিয়ে দিলেই মিলে যাবে অঙ্ক, সঠিক
অঙ্কের ধাঁধা: 2=3, 3=7, 4=13 হলে 5=কত, জিনিয়াস হলে ৩০ সেকেন্ডে উত্তর
চোখের ধাঁধা : ছবিতে অনেকগুলি ‘T’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘F’! ১৫ সেক
তাড়াতাড়ি উত্তর দিন।
খুবই সহজ এই প্রশ্নের উত্তর।
জিনিয়াস হবার জন্য আপনাকে উত্তর দিতেই হবে।
সময় শেষ হয়ে গেল আপনার। এবার আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে আমাদের উত্তর মিলিয়ে দেখে নিন।
প্রথম সংকেত অর্থাৎ মৌমাছি অর্থাৎ Bee। দ্বিতীয়তে আছে ইংরেজি অক্ষর ‘T‘। তৃতীয় ফটোয় আছে গাছের শিকড় অর্থাৎ Root। তিনটে একসাথে করলে Bee + T + Root= Beetroot অর্থাৎ বাংলায় যাকে বলা হয় বিট।
প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পেরেছেন তারা প্রতিবেদনের শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। মজাদার ও ভাইরাল (Viral) এই খেলায় মেতে আছে নেটিজেনরা। তাই অবসর সময়ে কিছু না ভেবে অবিলম্বে এই খেলা খেলতে থাকুন।
#বদধর #খল #ছবত #সকত #দয #বঝন #হযছ #একট #সবজর #নম #১০ #সকনড #বলত #পরলই #আপন #জনযস
Leave a Reply