September 25, 2023, 5:18 pm
ভালো চাকরি কিংবা উন্নত ব্যবসা করলেই আপনি বুদ্ধিমান মানুষ তা নয়। কারণ বুদ্ধির পরীক্ষা কার্যত প্রতিদিনের জীবন থেকে পাওয়া যায়। আজকের প্রতিবেদন তৈরী আপনার বুদ্ধির পরিমাপ করার জন্য। কারণ আজকের খেলা কোনো ফটো থেকে লেখা বা সংখ্যা খুঁজে বের করার নয়। বরং ফটোগুলি যুক্ত করে একটি সবজির নাম তৈরী করতে হবে আপনাকে। সোশ্যাল মিডিয়াতে এই খেলা নিয়ে ইতিমধ্যেই শোরগল পরে গেছে।
একটি বা দুটি নয় বরং তিনটি ফটো সাংকেতিক চিহ্ন হিসাবে ব্যাবহার করা হয়েছে। ফটোর বাঁ দিকে উপরে আছে একটি স্টিকার যা ফোনে কথা বোঝাচ্ছে। মাঝে আছে একটি ইংরেজির ‘E‘ অক্ষর আর একদম শেষে আছে একটি ফুলের ছবি। এবার এই তিনটি সংকেত একত্রে করলে আপনি পাবেন একটি জনপ্রিয় সবজির নাম। সেই নামটি আপনাকে বের করতে হবে। মাত্র ১৫ সেকেন্ড সময় থাকলে সঠিক উত্তর দেওয়ার জন্য।
সেই সময় শুরু হচ্ছে এখন থেকে।
তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সময় কিন্তু বয়ে চলেছে।
৫…৪…৩…২…১…
আপনার সময়বশেষ হয়ে গেল। এবার আপনাদের প্রতিবেদনের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। সংকেত গুলি দেখুন, বাঁ দিকে উপরে আছে ফোনের স্টিকার অর্থাৎ ‘Call‘। তারপর আছে ‘E‘ এবং সবশেষ আছে ফুল অর্থাৎ Flower। এবার তিনটি একত্রে করলে হচ্ছে Call + E + Flower = Cauliflower অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ফুলকপি।
বিখ্যাত এই সবজির নাম কিভাবে সংকেতের মাধ্যমে প্রকাশ পেলো নিশ্চয়ই দেখলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকমই আরও বুদ্ধির খেলা নিয়ে হাজির হবো নিত্যদিন। তার জন্য আমাদের প্রতিবেদন নিয়মিত ফলো ও নজরে রাখতে হবে।
#বদধর #খল #সকত #দখ #বলত #হব #ছবত #কন #সবজর #কথ #বঝন #হযছ #৯৯ #মনষ #হযছন #বযরথ
Leave a Reply