October 1, 2023, 4:34 am
ছোটবেলা থেকেই নানান ধরনের ধাঁধা সমাধান করে আসছি আমরা। এগুলি সঠিকভাবে সমাধান করতে পারলেই বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা। অনেকেই আবার এ ধরনের ধাঁধা সমাধান করে পান মানসিক প্রশান্তি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ধাঁধাগুলি ভাইরাল হয়েছে সেগুলো একটু আলাদা রকম। এই বিশেষ ছবিগুলিতে মাঝেমধ্যে আমাদের খুঁজে বের করতে হয় লুকিয়ে থাকা কোনো সংখ্যা। আবার মাঝে মাঝে সমাধান করতে হয় অঙ্কের।
Newshost24 নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের ধাঁধা নিয়ে হাজির হয়। সেই রেশ বজায় রেখেই আজ আবারো চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হলো সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু সাংকেতিক চিহ্ন। আর সেগুলো দেখেই মেয়েটির নাম বলতে হবে আপনাদের।
ছবিটির বাম দিকে দেখা যাচ্ছে একেবারে ওপরে তুলে ধরা হয়েছে একটি জঙ্গলের ছবি। দ্বিতীয় সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলায় ‘দি‘ শব্দটি। এবং তৃতীয় সংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলায় ‘তা‘ শব্দটি। এবার এই তিনটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে মিশিয়ে আপনাকে বলতে হবে ছবিতে দেওয়া মেয়েটির নাম কী? সময় দেওয়া হল 10 সেকেন্ড।
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
প্রতিবেদনে যে ছবি তুলে ধরা হয়েছে সেটির দিকে ভালো করে তাকান। দেখুন বাম দিকে প্রথমে রয়েছে একটি জঙ্গলের ছবি। জঙ্গলকে আবার অনেকেই বন বলে থাকেন। এরপর রয়েছে বাংলা শব্দ ‘দি‘। এবং সবশেষে রয়েছে ‘তা‘। এই তিনটি একত্রে করলে হয় ‘বন্দিতা‘।
তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই কিভাবে সাংকেতিক চিহ্ন ব্যবহার করেই বলে দেওয়া গেল মেয়েটির নাম। যারা উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা পারেননি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আগামীতে এমন অনেক খেলা নিয়ে আবার হাজির হব আমরা।
#বদধর #খল #সকত #দখ #বলত #হব #ছবত #থক #মযটর #নম #ক #৯৯ #মনষই #হযছন #বযরথ
Leave a Reply