1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে নিলে মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস - Newshost24

September 27, 2023, 5:51 am

বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে নিলে মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে নিলে মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে নিলে মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস
বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে

Brain Teaser: আচ্ছা 1+1=2 হয় সেটা আশাকরি সকলেরই নিশ্চই জানা? কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ব্রেইন টিজার ভাইরাল হয়েছে। যাতে কিনা লেখা 1+1=6। এটিকে কিভাবে সঠিক সমীকরণে ফেরানো যায় বলুন তো দেখি? কোনো সংখ্যার অদল-বদলও তো করা যাবে না। তাহলে? বেশ চিন্তার বিষয় হয়ে গেল তাই ভাবছেন নিশ্চই? আরেমশাই চিন্তার কোনো কারণ নেই। বরং আরও সহজ উপায়ে হবে এই অঙ্কের সমাধান।

আমরা সকলেই জানি যে, দেশলাই কাঠি মূলত আগুন জ্বালাতে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এই দেশলাই কাঠি জুড়ে আবার কখনও সরিয়ে দিয়ে একেরপর এক অঙ্ক সমাধান করা হচ্ছে। বলতে গেলে প্রায় প্রতিদিনই নেটমাধ্যমে কোনো না কোনো কিছু ভাইরাল হয়। আর যা রীতিমতো হইচই ফেলে দেয় চারিদিকে। তেমনই কিছুদিন ধরে এই বিষয়টি ভাইরাল হচ্ছে।

আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবদান বেশ অনেকখানি। আর এই মাধ্যম ধরেই বাইরের জগতের ভালো-মন্দ, জানা-অজানা সবকিছুই আমাদের হাতের মুঠোয় নিমেষেই ধরা দেয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়।

আসলে ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা। আর যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে। তবে, আজকের এই ব্রেইন টিজারটির (Brain Teaser) মধ্যে একটি ছবি দেখা যাচ্ছে। আর এই ছবির মধ্যে দেখা যাচ্ছে দেশলাই কাঠি দিয়ে একটি অঙ্ক করা। যাতে লেখা রয়েছে যে 1+1=6। তবে, অঙ্কটি যে একেবারে ভুল তা আশাকরি কাউকে বলে বোঝাতে হবে না।

বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে নিলে মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

আর ভুল অঙ্কটিকেই সঠিক সমীকরনে সাজানোই আজকের কাজ। আর যা কিনা আপনাকে ১ টি কাঠি সরিয়ে ও ১ টি কাঠি উধাও করে করতে হবে। আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরে থাকেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী। এমনকি আপনাকে জিনিয়াসও বলা চলে। অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও ছবিটির বিষয়ে কিছুই বলতে পারেনি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে বুঝিয়ে দেব বিষয়টি।

চলুন তবে দেখে নেওয়া যাক বিষয়টি

বুদ্ধির খেলা: 1+1=6, একটি কাঠি সরিয়ে এবং একটি কাঠি তুলে নিলে মিলবে অংক, সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

এখানে যে সমীকরনটি দেওয়া আছে তা হল 1+1=6। এই সমীকরনটিকে যদি যথাযথ আকারে সাজাতে হয় তাহলে প্রথমেই (+) চিহ্নটিকে (-) করতে হবে। আর তারপর 6 টাকে 0 বানাতে হবে। আর তাহলে অঙ্কটি দাঁড়াবে 1-1=0। তাহলে এবার বুঝে গেলেন নিশ্চই কিভাবে অঙ্কটি সমাধান করা হল। আপনিও চাইলে এমন অনেক অঙ্কের সমাধান করতে পারবেন। শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে পুরো বিষয়টিকে দেখতে হবে।


#বদধর #খল #একট #কঠ #সরয #এব #একট #কঠ #তল #নল #মলব #অক #সমধন #করত #পরলই #আপন #জনযস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews