September 21, 2023, 8:40 am
Matchstick Puzzle: সোশ্যাল মিডিয়ার দাপাদাপিতে নিত্যদিন ভাইরাল হচ্ছে নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এর ছবি। 8 থেকে 80 প্রায় সকলেই পছন্দ করেন এ ধরনের ধাঁধা সমাধান করতে। আর সে কারণেই সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে জনপ্রিয়তা। আসলে এই খেলা যেমন আমাদের দৃষ্টি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে, ঠিক তেমনই উস্কে দেয় ছোটবেলার স্মৃতি।
Newshost24.com নিয়ম করে প্রায় প্রত্যেকদিন আপনাদের জন্য নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়। আজকেও কিন্তু হলো না তার অন্যথা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি বেশ মজার।
Matchstick Puzzle
আজেকর খেলায় আপনাদের কোনো সংখ্যা কিংবা কোনো বস্তু খুঁজে বের করতে হবে না। বরং বুদ্ধি দিয়ে দিতে হবে উত্তর। সমাধান করতে হবে একটি অঙ্কের। এর জন্য অবশ্য আপনাদের সময় দেওয়া হবে 15 সেকেন্ড। সমস্যাটি হলো 2+5=3।
সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
উত্তর খুঁজে পেয়েছেন? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের ধাঁধার সমাধান করতে হলে কেবলমাত্র দুটি দেশলাই কাঠি সরিয়ে নিতে হবে।
তাড়াতাড়ি করুন, সময় প্রায় শেষের দিকে
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ছবির দিকে তাকান। দেখুন বামদিকে লেখা রয়েছে 2+5। আবার ডানদিকে লেখা রয়েছে 3। এবার এই অঙ্কের সমাধান করতে হলে ডানদিকে থাকা সংখ্যাটির থেকে দুটি দেশলাই কাঠি সরিয়ে নিতে হবে। অর্থাৎ 3 থেকে এটিকে করতে হবে 7।
সমস্যা 2+5=3
সমাধান 2+5= 7
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা উত্তর দিতে পারেননি তারা হতাশ হবেন না। আগামীতে এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।
#বদধর #খল #দট #কঠ #সরলই #মল #যব #অঙক #সঠক #উততর #দত #পরলই #আপন #জনযস
Leave a Reply