সম্প্রতি দুটি স্মার্টফোন লঞ্চ করেছে সকলের পরিচিত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Tecno’। ‘Tecno Pova 5’ এবং ‘Tecno Pova 5 Pro’ নামক এই দুটি স্মার্টফোন ভীষণই কমদামে উপলব্ধ হয়েছে ‘অ্যামাজন’ ই-কমার্স সাইটে। তাই আপনি যদি এখন কোনো ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ফোনগুলি আপনার জন্য ভালো বিকল্প হতে পারে।
বর্তমানে ‘Tecno Pova 5’এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা এবং ‘Tecno Pova 5 Pro’এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। যদি আপনি ইএমআই’তে এই ফোন কেনেন তাহলে ১,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এছাড়াও আপনি যদি ‘BOB’ বা ‘City Bank’ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কেনেন তাহলে আরো ৭৫০ টাকা ছাড়ের সুযোগ রয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে এই অফারটি ৩১শে আগস্ট পর্যন্ত উপলব্ধ হয়েছে।
ফিচার: যদি আমরা ফিচার দেখি তাহলে ১২০ হার্টজ রিফ্রেশরেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন MediaTek Helio G99 চিপসেট। সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন রয়েছে এই ফোনে। ক্যামেরার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৬০০০ mAh ব্যাটারী দেওয়া হয়েছে।
‘Tecno Pova 5 Pro’ ফোনের ফিচার দেখি তাহলে আগের ফোনের মতোই ডিসপ্লে ও রিয়ার ক্যামেরা রয়েছে। শুধুমাত্র পার্থক্য রয়েছে কয়েকটি বিষয়ে। যেমন সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এছাড়া প্রসেসের হিসেবে রয়েছে Mediatek Dimensity 6080 চিপসেট। সাথে থাকবে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী। দুটি ফোনই চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা।
Leave a Reply