ফ্লিপকার্ট সেল মানেই সস্তা সবকিছু। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টেই বড়সড়ো ছাড় পাওয়া যায়। আপনি যদি এই মুহূর্তে একটি ফোন কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য দারুন খবর কারণ বর্তমানে flipkart দিচ্ছে এক অবিশ্বাস্য অফার যেখানে মোটোরোলা দারুন একটি ফোন পেয়ে যাবেন দারুণ ছাড়ে। সব থেকে বড় অফারটি আপনি যে ফোনে পাচ্ছেন সেটি হল MOTOROLA G62 5G, অফার ছাড়া এটির দাম ২১ হাজার ৯৯৯ টাকা।
কিন্তু ফ্লিপকার্ট এর অফারে এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ১৫,৪৯৯ টাকা(6GB +128GB storage model)। ফোনটির বৈশিষ্ট্যের কথা বললে এই ফোনে রয়েছে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ক্যামেরার দিক থেকেও দারুন কোয়ালিটি দিচ্ছে ফোনটি। ফোনটিতে উপস্থিত রয়েছে 50mp প্রাইমারি ব্যাক ক্যামেরা, 8mp এবং 2mp লেন্স সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য অফার করা হয়েছে 16mp ক্যামেরা লেন্স।
দুর্দান্ত পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়েলকাম স্ন্যাপ ড্রাগন ৬৯৫ অক্টাকোর প্রসেসর। শক্তিশালী একটি ব্যাটারিও দেওয়া হয়েছে। ফোনটি ৫০০০ এমএইচ ব্যাটারি দিয়ে সজ্জিত। আর এত ফিচার্সযুক্ত দুর্দান্ত ফোনটির ওপর ফ্লিপকার্ট ফ্ল্যাট 29% ডিসকাউন্ট দিচ্ছে যার ফলে ফোনটির দাম দাঁড়াচ্ছে ১৫,৪৯৯ টাকা। কিন্তু দাঁড়ান, এখানেই কিন্তু অফার শেষ হচ্ছে না। সাথে রয়েছে বিভিন্ন ব্যাংক অফার-
Onecard credit card এর মাধ্যমে যদি বারো হাজার বা তার বেশি লেনদেন করেন তাহলে ৭৫০ টাকার ছাড় পাওয়া সম্ভব। Flipkart Axis Bank card, ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়াও অতিরিক্ত ৬৫০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ১৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব।
এরই পাশাপাশি পাবেন ইএমআই অপশন-
তিন মাসের ইএমআই চাইলে প্রতি মাসে কিস্তি দিতে হবে ৫৩৭৫ টাকা।
ছয় মাসের জন্য প্রতি মাসে ২৭৬৭ টাকা।
নয় মাসের জন্য প্রতিমাসে ১৮৯৯ টাকা।
বারো মাসের জন্য প্রতি মাসে ১৪৬৬ টাকা।
১৮ মাসের জন্য প্রতি মাসে ১০৩৪ টাকা।
২৪ মাসের জন্য প্রতি মাসে ৮২০ টাকা।
আর ফ্লিপকার্টের সাথে ৩৬ মাসের জন্য প্রতি মাসের ৬০৯ টাকা করে দিয়েও ফোনটি কিনতে পারবেন। তাহলে আর দেরি কিসের.. অফার পেতে এখনই ফোনটি কিনে ফেলুন।
Leave a Reply