গ্রাহকদের জন্য মাঝেমধ্যেই দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসে ‘Realme’। সম্প্রতি সেরকমই তারা ‘Realme 10’ সিরিজের দুটি ফোন নিয়ে এসেছে৷ যেগুলি হলো ‘Realme 10 Pro+ 5G’ এবং ‘Realme 10 Pro 5G’। যেখানে আপনি ভীষণ কমদামে পেয়ে যাবেন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ অত্যাধুনিক ফিচার্স। আসুন তাহলে এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই সিরিজের টপ ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভড AMOLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট।
রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও ক্যামেরার অপশনে পেয়ে যাবেন ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথে সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে রয়েছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী।
রং: নুবিয়া ব্লু, হাইপারস্পেস, ডার্ক ম্যাটার।
দাম: Relame 10 Pro+ ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ: ২৪,৯৯৯ টাকা।(১০০০ টাকা ছাড় দিয়ে ২৩,৯৯৯ টাকা) ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ: ২৫,৯৯৯ টাকা।
Realme 10 Pro ৬ জিবি + ১২৮ জিবি: ১৮,৯৯৯ টাকা।(১০০০ টাকা ছাড় দিয়ে ১৭,৯৯৯ টাকা) ৮ জিবি + ১২৮ জিবি: ১৯,৯৯৯ টাকা।
Leave a Reply