টেলিকম দুনিয়ায় চলতি বছরের শুরু থেকে ফাইভ-জি পরিষেবা শুরু করে দিয়েছে রিলায়েন্স। প্রতিমাসেই নতুন নতুন শহর যুক্ত হচ্ছে জিও ফাইভ জি তালিকায়। আর এবার আরও এক বড় ঘোষণা সামনে আনতে পারে বলেই খবর। বেশ কিছুদিন যাবত ধরেই রিলায়েন্স জিওর পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নিয়ে জল্পনা চলছে। তারমধ্যে সামনে আসছে রিলায়েন্স জিওর ৪৬ তম বার্ষিক সাধারণ সম্মেলন যা আয়োজিত হতে চলেছে আগামী ২৮ আগস্ট।
ইতিমধ্যে সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে খবর মিলেছে উক্ত দিন ঠিক দুপুর দুটোর সময় ইভেন্টি অনুষ্ঠিত হবে যেখানে একাধিক প্রোডাক্ট ও ভবিষ্যৎ কোম্পানির প্ল্যান সহ অনেক কিছু উন্মোচন হবে। এখান থেকেই অনুমান করা হচ্ছে এদিন jiophone 5G phone লঞ্চ হতে পারে। এখনো পর্যন্ত এই নিয়ে কোন নিশ্চিত বার্তা সংস্থা তরফে দেওয়া হয়নি তবে এটি দেশের সবথেকে সস্তা ফাইভ জি ফোন হবে বলেই আশা করা হচ্ছে।
এখনো পর্যন্ত যেটুকুনি তথ্য সামনে আছে সেই অনুযায়ী এই ফোনটি একটি Ultra affordable device হিসাবে আসবে। যার দাম রাখা হতে পারে ৮ থেকে ১০ হাজারের মধ্যেই। এমনিতেই এন্ট্রি লেভেলের ফোনের চাহিদা সবসময়ই বেশি। তাই স্বাভাবিকভাবেই এই ফোন বাজারে এলে অন্যান্য বাজার চলতি ফোন কোম্পানিগুলিকে প্রতিযোগিতায় ফেলবে। বর্তমানে এই ফোনটি গিকবেঞ্চ সাইটে দেখা গেছে।
বৈশিষ্ট্যের কথা বললে এটি চার জিবি Ram সহ আসতে পারে। থাকতে পারে স্ন্যাপড্রাগন চিপসেট। 6.5 ইঞ্চির এইচডি প্লাস LCD 90Hz স্ক্রিন সহযোগে আসতে চলা ফোনটির ব্যাকআপ দেওয়া হতে পারে পাঁচহাজার এমএএইচ ব্যাটারি। সর্বোপরি ক্যামেরার কথা বললে ১৩এমপি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লঞ্চের দিনই পুরো বিস্তারিতভাবে জানা যাবে ফোনটির সম্পর্কে।
Leave a Reply